করোনায়(Corona) আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee),সঙ্গে ধরা পড়ল ডেঙ্গুও( Dengue)। ফেব্রুয়ারির শুরুতেই ওমিক্রন (Omicron)আক্রান্ত হন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। ফের করোনা ধরা পড়ল তাঁর। তবে অভিনেতার পক্ষে থেকে জানানো হয়েছে, তিনি ভাল আছেন, বাড়িতেই নিভৃতবাস করছেন। শুক্রবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ডব্লিউবিএফজেএ-র (WBFJ)পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)ফের কোভিড পজিটিভ (Covid Positive)। সঙ্গে রয়েছে ডেঙ্গুও (Dengue) !

সূত্রের খবর, পরশু রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। জ্বর থাকায় তড়িঘড়ি রক্ত পরীক্ষা করা হয়, রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে। কোভিড টেস্ট-এর রিপোর্টও পজিটিভ আসে। জানা যায়, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল, তাঁর চিকিৎসা চলছে।
