বিজেপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার কংগ্রেসকে(Congress) আক্রমণ শানানোর পাশাপাশি, পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানালেন, রাজনীতিতে পরিবারবাদ দেশকে নষ্ট করে দিচ্ছে। মানুষ বিজেপিকে(BJP) পছন্দ করছে তার কারণ হল বিজেপি পরিবারবাদের রাজনীতির বিরুদ্ধে লড়াই করে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে দলের এক সাংসদের পুত্রর টিকিট তিনি নিজে খারিজ করে দেন বলেও এদিনের বৈঠকে জানিয়ে দেন মোদি।

উল্লেখ্য, প্রয়াগরাজের বিজেপি সাংসদ রীতা বহুগুনা যোশী উত্তরপ্রদেশ নির্বাচনে লখনউ আসন থেকে নিজের পুত্রের জন্য টিকিটের আবেদন জানিয়েছিলেন। তবে তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়। এদিনের বৈঠকে এই ঘটনার দায় নিজের কাঁধে নেন প্রধানমন্ত্রী এবং পরিবারবাদের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। দলের সকল সাংসদকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলে কোনওভাবেই পরিবারবাদের রাজনীতির অনুমতি দেওয়া হবে না। অন্য দলের পরিবারবাদের বিরুদ্ধে লড়তে গেলে নিজের দলকে পরিবারবাদ মুক্ত করতে হবে। এরপরই প্রধানমন্ত্রী বলেন, যদি কোনও নেতা, সাংসদের পরিবারের কারও টিকিট খারিজ হয়ে থাকে তবে তার দায় আমার।

আরও পড়ুন:দলীয় কাউন্সিলর খুনের প্রতিবাদ, বিধানসভার বাইরে বিক্ষোভ যুব কংগ্রেসের

এছাড়াও এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন যে সকল আসনে বিজেপি হেরেছে সেখানে কি কারণে হার হয়েছে তা অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে সাংসদদের। সাংসদরা হারের কারণ অনুসন্ধান করার পর ওখানে নতুন করে কাজ শুরু করা যাবে।
