Thursday, January 15, 2026

মারাদোনা বামপন্থী! বাম যুবদের কাণ্ডকারখানায় প্রকাশ্যে সিপিএমের দৈন্যতা

Date:

Share post:

সিপিএমের দৈন্যদশা। হারতে হারতে তাদের অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এবার প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকেও বামপন্থী বানিয়ে ফেলে। মারাদোনার নামে সম্মেলন মঞ্চ করে বাম যুবরা বহুদিন পর খবরে আসতে পারেন কিন্তু তাতে সংগঠন যে একচুল এগোবে না তা নিশ্চিত করে বলা যায়।

আগামী ১২ থেকে ১৫ মে সল্টলেকে সর্বভারতীয় সম্মেলনের ডাক দিয়েছে DYFI। মঞ্চের নামকরণ করা হয়েছে দিয়েগো মারাদোনার নামে। আর সেই থেকে বিতর্ক শুরু। তার কারন, সিপিএমের বা সিপিএমের গণসংগঠনগুলির মঞ্চ সাধারণভাবে দলের প্রয়াত নেতত্ব কিংবা বাম মনোভাবাসম্পন্ন প্রয়াত ব্যক্তির নামে করা হয়ে থাকে। কিন্তু তাবলে মারাদোনা?

মারাদোনা ফুটবলের রাজপুত্র এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু নানা নেশায় যখন অন্ধকার জগতের দিকে দ্রুত ছুটে যাচ্ছিলেন, তখন তাঁর চিকিৎসা করেছিলেন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ফিদেলকে বাবার মতো শ্রদ্ধা করতেন মারাদোনা। ফিদেলের ছবি ট্যাটু করে হাতে রেখেছিলেন। কিন্তু গুগল ঘেঁটে কোথাও দেখা যাচ্ছে না মারাদোনা একবারের জন্যেও বলেছিলেন যে তিনি ফিদেলের ভাবাদর্শে অনুপ্রাণিত, তিনি বামপন্থায় বিশ্বাস করেন। তাহলে কেন এই কাণ্ড? বাম যুবদের যুক্তি সদ্য মারা গিয়েছেন ফুটবলের রাজপুত্র। তাই তাঁর নামে মঞ্চ। তাহলে এরকম অনেক বিখ্যাত সদ্য প্রয়াত হয়েছেন, তাহলে তাদের নামে কেন মঞ্চ করা হলো না? আসলে রাজ্যে বামেরা শূন্যতে এসে ঠেকার পর নত্বসত্ব জ্ঞান হারিয়েছে বামপন্থীরা। সঙ্গে মানুষ নেই, তাই ওজন বাড়াতে মারাদোনাকেও বামপন্থী বানাতে হচ্ছে। মুজফ্‌ফর আহমদের পার্টির দৈন্যদশা দেখে সকলেই হাসছেন।

আরও পড়ুন- গত পাঁচ বছরে বিদেশে কতজন ভারতীয় মেডিক্যাল পড়তে গিয়েছে, জানাতে পারল না কেন্দ্র

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...