Sunday, August 24, 2025

শিক্ষক থেকে রাতারাতি ঝাড়ুদার ৩৪৪ জন, ভয়ঙ্কর কাণ্ড বাম শাসিত কেরলে

Date:

Share post:

ছিলেন শিক্ষক(Teacher), কিন্তু রাতারাতি পেশা বদলে হয়ে গেলেন ঝাড়ুদার। তাও আবার এক আধজন নয় ৩৪৪ জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাম শাসিত কেরল(kerala) রাজ্যে। কেরলের শিক্ষা সচিব মহম্মদ হানিস(MD Hanis) এবিষয়ে সাফাই দিয়ে জানান, আদিবাসী শিক্ষাকেন্দ্রগুলিতে সেভাবে পড়ুয়ারা আসছে না। তাই সেগুলি বন্ধ করে দিতে হচ্ছে। যাদের শিক্ষক হিসেবা নিয়োগ করা হয়েছিল তাদের বিকল্প আয়ের সুযোগ করে দিতে সাফাইকর্মী(Swipper) পদে নিয়োগ করা হচ্ছে। তবে সরকারের এহেন যুক্তিতে রীতিমতো অবাক শিক্ষকমহল। তাদের দাবি এই ধরনের ঘটনা শিক্ষকমহলকে অপমান।

কেরল সরকার সুত্রে জানা গিয়েছে, কেরলের আদিবাসী অধ্যুসিত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে বেশকিছু শিক্ষাকেন্দ্র চালু করে বিজয়ন সরকার। এবিষয়ে সরকারের লক্ষ্য হিসাবে জানানো হয়, রাজ্যের আদিবাসিদের যাতে প্রাথমিক স্তর থেকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যায় তারজন্যই এই উদ্যোগ। তবে সকলকে অবাক করে ৬ মার্চ কেরলের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বন্ধ করে দেওয়া হচ্ছে আদিবাসী শিক্ষাকেন্দ্রগুলি। যুক্তি খাড়া করা হয় এই স্কুলগুলিতে পড়ুয়ারা সেভাবে আসছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এখানে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা কী হবে? তবে সরকার যে এই ধরনের কোনও পদক্ষেপ নিচ্ছে তা সকলেরই ভাবনার বাইরে ছিল।

আরও পড়ুন:বিয়ের ২০ বছর পরেও থামেনি অত্যাচার! পুলিশের দ্বারস্থ দগ্ধ বধূ, ধৃত স্বামী

সকলকে অবাক করে কেরল সরকারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, আপাতত বন্ধ হয়ে যাওয়া আদিবাসী শিক্ষাকেন্দ্রের ৩৪৪ জন শিক্ষককে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাফাই কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শীঘ্রই এই সংখ্যাটা ৫০০ তে পৌঁছে যাবে। সরকারের এহেন নির্দেশিকা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ শিক্ষক থেকে ঝাড়ুদার হয়ে যাওয়া মাস্টাররা।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...