Sunday, August 24, 2025

বেলগাছিয়া মেট্রো স্টেশনের নাম বদলে এবার থিজম বেলগাছিয়া 

Date:

Share post:

বেলগাছিয়া মেট্রো (Belgachia Metro) স্টেশনের ব্র্যান্ডিং( Branding) সত্ত্ব পেল থিজম গ্রুপ (Theism Group)। সেই সঙ্গে বেলগাছিয়া মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে গেল থিজম গ্রুপের নাম। মেট্রো স্টেশনের নাম বদল বা নামকরণ কোনও নতুন ঘটনা নয়। ব্র্যান্ড বিল্ডিং কর্মসূচির অংশ হিসেবে কলকাতার থিজম গ্রুপ কলকাতা মেট্রোর সঙ্গে বেলগাছিয়া স্টেশনের ব্র্যান্ডিং এবং স্টেশনের যৌথ নামকরণ করার চুক্তি সই করেছে। এখন থেকে এই স্টেশনের নাম হবে থিজম বেলগাছিয়া।

IIHM এর পর এবার থিজম গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধল কলকাতা মেট্রো। বাড়তি আয়ের জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা মেট্রো সংস্থা। বেলগাছিয়া স্টেশনের নামের সঙ্গে থিজম গ্রুপের নাম জুড়ল পাশাপাশি স্টেশনের সবকটি এন্ট্রি( Entry) এবং এক্সিট( Exit) গেটের নাম বদলানোর অনুমতি দেওয়া হয়েছে এই বেসরকারি সংস্থাটিকে। এছাড়াও প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গা, স্ক্রিন ডোর, দেওয়াল বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারে তাঁরা।

এই চুক্তি সম্পর্কে কলকাতা মেট্রোর এক আধিকারিক বলেন, থিজম গ্রুপের সঙ্গে এই ব্র্যান্ডিং চুক্তি করতে পেরে আমরা খুব আনন্দিত। অনেক বেসরকারি বহু সংস্থাই এখন কলকাতা মেট্রোর সঙ্গে কাজ করতে উৎসাহী। অপরদিকে, কর্পোরেট পার্টনারশিপের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়ে আসার জন্যে কলকাতা মেট্রো আধিকারিকদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন থিজম গ্রুপের সিইও (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (Managing Director) পার্থপ্রতিম সাহা।

প্রসঙ্গত কিছুদিন আগেই পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের নাম বদল হয়েছিল এবার বেলগাছিয়া স্টেশনের নাম বদল হল। এটি তেরোতম স্টেশন যার নাম বদল হল।

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...