এবার বগটুইকাণ্ডে (Bagtui Violence) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার ৪। তাদের গ্রেফতার করা হয়েছে মুম্বই থেকে। ধৃত ৪ জনের মধ্যে দুজনের নাম বাপ্পা শেখ ও সাবু শেখের নাম। রামপুরহাট ঘটনায় করা এফআইআরে রয়েছে এদের নামও।

বগটুইকাণ্ডের (Bagtui Violence) মূল অভিযুক্ত লালন শেখ। জানা গিয়েছে, বাপ্পা এবং সাবু উভয়েই মূল অভিযুক্ত লালনেরই সঙ্গী। গ্রামবাসীদের অভিযোগ, অগ্নিকাণ্ডের দিন বগটুই গ্রামে তাণ্ডব চালিয়েছিল বাপ্পা ও সাবু। সূত্রের খবর, বগটুইকাণ্ডের পরের দিনই সিবিআইয়ের (CBI) হাতে ধৃত চারজন মুম্বই চলে যায়। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এদের খোঁজ পাওয়া যায়। তারপরই মুম্বই গিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতদের আগামিকালই ট্রানজিট রিমান্ডে মুম্বই থেকে নিয়ে আসা হচ্ছে রাজ্যে।

আরও পড়ুন: কলকাতায় ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির CBI তদন্ত চায় কেন্দ্র

বগটুইতে অগ্নিকাণ্ডের ঘটনায় সিবিআই (CBI) তদন্তভার নেওয়ার পর এটাই প্রথম গ্রেফতারি। ধৃত ৪ জনের মধ্যে এখনও দু’জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
