Wednesday, November 12, 2025

আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তপ্ত হাইকোর্ট চত্বর, অবস্থানে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তপ্ত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাস বয়কট করতে চেয়ে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই ঘরে ঢোকার চেষ্টা করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়রা। একই সঙ্গে ভিতরে যেতে চান বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কল্লোল মণ্ডল ও কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বোদল ভট্টাচার্য। বাধা দেন বিক্ষোভকারীরা। দুপক্ষের ধাক্কাধাক্কিতে পরিবেশ উত্তপ্ত হয়।

ওই সময়ই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে ঢোকেন। সেখানও গোলমাল করেন বয়কটপন্থীদের একাংশ। তুমুল হট্টোগোলের মধ্যে বিচারপতি বলেন, যাঁদের এই এজলাসে হাজির থাকার ইচ্ছে নেই, তাঁরা বেরিয়ে যেতে পারেন। এই ঘটনার কথা জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Prakash Shribastav) এজলাসে কয়েকজন আইনজীবী পদক্ষেপের আবেদন করেন। শুনানি মাঝ পথে থামিয়ে এজলাস ছাড়েন প্রধান বিচারপতি। এরপর তাঁর চেম্বারে বিকাশরঞ্জন ভট্টাচার্য, অরুণাভ ঘোষ, বিশ্বব্রত বসু মল্লিক-সহ বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে বৈঠক হয়। কিন্তু তাতেও কোনও সমাধানসূত্র বেরোয়নি।

এ সবের মধ্যেই ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন “মাথায় বন্দুক ধরলেও দুর্নীতি দেখলে চুপ করে থাকব না। আওয়াজ তুলবই।” তিনি দাবি করেন, রাজনীতি করছেন না। শুধু দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, “যদি মনে হয় আমি ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে বলে ভুল করেছি, তা হলে সুপ্রিম কোর্টে যান।“

আরও পড়ুন- Taliban : তালিবানি তান্ডব, খুন প্রায় ৫০০ আফগান আমলা !

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...