Thursday, November 13, 2025

ইমরান খানকে ‘দ্য কপিল শর্মা শো’-তে যাওয়ার পরামর্শ প্রাক্তন স্ত্রী রেহাম খানের 

Date:

Share post:

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে গদিচ্যুত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটে হেরে যান তিনি ইমরান। নয়া প্রধানমন্ত্রী হিসেবে পদে চেয়ারে বসেন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের। এবার ইমরানকে  সমালোচনা করতে ছাড়লেন না তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খানও। এইবার ইমরান খানকে ‘দ্য কপিল শর্মা শো’ তে যোগ দেওয়ার পরামর্শ দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী।

বুধবার ইমরান খানের প্রাক্তন স্ত্রী বলেন, প্রাক্তন ক্রিকেটারের মধ্যে ‘কৌতুক প্রতিভা’ রয়েছে। ‘দ্য কপিল শর্মা শো’ তে নভজ্যোত সিং সিধুর জায়গায় তাঁকে খুব ভালো মানাবে। এর আগেও প্রাক্তন স্বামীকে নিয়ে একইরকম মন্তব্য করেছিলেন রেহাম খান। তিনি বলেছিলেন, ইমরান খানের বলিউডে যাওয়া উচিত।

সম্প্রতি নিজের সরকারের টলমল পরিস্থিতিতে ভারত স্তুতিও শোনা গিয়েছিল ইমরানের কণ্ঠে। তিনি ভারতের স্বাধীন বিদেশ নাীতির প্রশংসাও করেছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতেও ভারত তার দেশের জনগণদের প্রাধান্য দিয়েছে বলে প্রশংসা করেছিলেন ইমরান। এদিকে তিনি ভরা জনসভায় তাঁর সরকার ফেলে দেওয়ার পিছনে বৈদেশিক ষড়যন্ত্রের অভিযোগও করেন। বেশ কিছুদিন একাধিক রাজনৈতিক নাটকীয়তা নাম জড়ায় ইমরান খানের।

ইমরানের এইরকম মন্তব্যে তাঁকে ব্যঙ্গ করে রেহাম খান বলেছিলেন, “তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আমি মনে করি ভারতে তাঁর জন্য একটি জায়গা তৈরি করা উচিত। সম্ভবত বলিউডেই। আমি বিশ্বাস করি যে অস্কার জিতে নেওয়ার মতো অভিনয় করতে পারবেন তিনি।” এএনআই সূত্রে খবর, খলনায়ক নাকি নায়ক কোন চরিত্র তাঁকে দেওয়া উচিত ? সেই প্রশ্নে তিনি বলেন, “তা তাঁর উপর নির্ভর করছে। বলিউডে নায়করা খলনায়কে পরিণত হয় এবং খলনায়ক জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু আমি মনে করি ওঁর কৌতুক প্রতিভাও রয়েছে… যদি কিছু না হয় দ্য কপিল শর্মা শো তে পাজি (নভজ্যোত সিং সিধু)-র জায়গা খালি আছে।”

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...