Thursday, August 28, 2025

অস্ত্র ও সেনা সরঞ্জাম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে দেশ: প্রতিরক্ষা মন্ত্রক

Date:

Share post:

দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আত্মনির্ভর করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই লক্ষ্যে আমদানি নয়, উৎপাদনে জোর দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক(Defence Ministry)। আত্মনির্ভরতার(Self Indipendent) লক্ষ্যে দেশ যে সাফল্যের পথ ধরেছে এদিন তারই পরিসঙ্খ্যান তুলে ধরল প্রতিরক্ষা মন্ত্রক। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অস্ত্র ও সেনা সরঞ্জাম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে ভারত(India)।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বাজেট বরাদ্দের মোট ৬৪ শতাংশ অভ্যন্তরীণ উৎপাদন ক্ষেত্রে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে গিয়ে ব্যয় হয়েছে ৬৫.৫ শতাংশ। ওই অর্থবর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বরাদ্দের ৯৯.৫ শতাংশ ব্যয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন:দেশের মধ্যে নারী ক্ষমতায়নে নজির গড়েছে বাংলা: BGBS-এর মঞ্চে বললেন মমতা

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে আত্মনির্ভর ভারতের ডাক দেওয়ার পর, প্রতিরক্ষা মন্ত্রক আমদানি কমিয়ে উতপাদনে জোর দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিরক্ষা উৎপাদনে ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে গত বছর প্রথম ধাপে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। এদিন মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানণ হল, যুদ্ধাস্ত্র ও সেনা সরঞ্জাম উৎপাদনে দেশ তার লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে।




spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...