Tuesday, August 26, 2025

পিছু হটছে রাশিয়া, কিভে বললেন মার্কিন কর্তারা

Date:

Share post:

শেষ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে এসে দাঁড়াল আমেরিকা (US)। রবিবার রাতে ইউক্রেনে এসে পৌঁছন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন। এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন দুই দেশেই চলছে পবিত্র ইস্টার উৎসব। এরই মাঝে সোমবারও একের পর এক রুশ (Russia) গোলা আছড়ে পড়েছে ইউক্রেনের উপর। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Ukraine President Volodymyr Zelenskyy) সঙ্গে বৈঠকে বসেন ব্লিঙ্কেন ও অস্টিন। যুদ্ধ শুরুর ঠিক দুই মাসের মাথায় প্রথমবার ইউক্রেনের রাজধানী কিভে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষস্থানীয় আমলা। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে অবশ্য আমেরিকা প্রকাশ্যে বিস্তারিত কিছু জানায়নি। তবে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইউক্রেন সমস্যা সমাধানে ম্যাক্রোঁর সহযোগিতা চেয়েছেন। জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে বৈঠকের পর মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেন বলেছেন, এই যুদ্ধে রাশিয়া ক্রমশই পিছু হটছে। বরং ইউক্রেন সাফল্যের দিকে এগিয়ে চলেছে। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব অস্টিন বলেছেন, তাঁরা চান রাশিয়া যাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যতে তারা ইউক্রেনের মত আর কোনও দেশে যাতে অভিযান না চালাতে পারে সেটা নিশ্চিত হওয়া দরকার। ইউক্রেন যাতে গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের সার্বভৌমত্ব বজায় রাখতে পারে সে বিষয়টি নিশ্চিত হওয়া দরকার। ইউক্রেন ও অন্যান্য দেশকে সামরিক সরঞ্জাম কেনার জন্য আমেরিকা আরও ৭১৩ মিলিয়ন ডলার দেবে বলেও আশ্বাস দেন অস্টিন।

আরও পড়ুন-প্রয়াগরাজের পর গোরখপুর, ফের নারকীয় গণহত্যাকাণ্ডের সাক্ষী যোগীর রাজ্য

এদিন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত কয়েকদিন ধরে রাশিয়া (Russia) দেশের পূর্ব প্রান্তে দখলের যে চেষ্টা করে চলেছে তা ঠেকানো গিয়েছে। এদিনই ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে হলেও সে দেশের বেশ কিছু শহরে জনজীবন স্বাভাবিক হচ্ছে। তবে আজভস্টল ইস্পাত কারখানায় আটকে থাকা সেনা ও সাধারণ মানুষকে উদ্ধারের জন্য রাশিয়া মানবিক করিডোর গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও তা সেটা তারা পালন করছে না।




spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...