Monday, November 10, 2025

অমিত শাহের বঙ্গ সফরকে কটাক্ষ কুণালের, ছাড়লেন না সুকান্তকেও

Date:

Share post:

আগামিকাল, বুধবার রাতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একুশের বিধানসভা ভোটের পর এটাই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির প্রথম বাংলা সফর। দু’দিনের রাজ্য সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দলের বাছাই করা কিছু রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও মূলত তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় আসছেন।

এবার অমিত শাহের এই রাজ্য সফরকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন নতুন তৃণমূল ভবনের গৃহপ্রবেশের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “বাংলায় গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। যে কেউ যখন ইচ্ছা এ রাজ্যে আসতে পারেন। অমিত শাহ আসছেন শুনেছি। বিধানসভা ভোটের আগে তিনি বাংলায় ডেইলি প্যাসেঞ্জার ছিলেন। বিজেপি গোহারা হারার পর আর আসেননি। ফের আসছেন। ভালো কথা।”

এরপরই অমিত শাহকে কুণাল ঘোষের পরামর্শ, “উনি এবার বাংলায় এসে তাঁর দল সম্পর্কে খোঁজ নিন। উনি কাদের ডাকে আসছেন। এখানে তো দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, আদি-তৎকাল বিজেপি রয়েছে। কারা কোন দিকে ভালো করে জেনে নেওয়া নেওয়া দরকার ওনার। ওনার এটাও জানা উচিত, সোশ্যাল মিডিয়া না থাকলে এ রাজ্যে বিজেপিও থাকবে না। বাংলায় ওনাদের দলের যে গুটিকয়েক সাংসদ-বিধায়ক আছেন, আগামী ৬ মাস তাঁরা বিজেপিতে থাকবেন কিনা সেটাও জেনে যাবেন। আসলে উনি যাঁদের সঙ্গে মিটিংয় করবেন বলে ঠিক করেছেন, তাঁরা মিটিং শেষ হলেই বাইরে এসে আমাদের সব জানিয়ে দেবেন।”

এদিন অমিত শাহের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুদারকেও কটাক্ষ করেন কুণাল। তিনি বলেন, “এতদিন সুকান্ত মজুমদারকে অযোগ্য, অনভিজ্ঞ বলতেন তাঁর দলের বিরোধী লবির লোকেরা। তিনি ওয়েবকুপা করতেন, এটা জানার পর সুকান্তবাবুকে দলবদলু সভাপতি বলবেন তাঁরা। আসলে বিজেপি কর্মীরাই রাজ্য সভাপতির উপর আস্থা রাখেন না।”

আরও পড়ুন- ভারতীয় মহিলাদের স্বামীর প্রতি অধিকারবোধ প্রবল, জানাল এলাহাবাদ হাইকোর্ট

spot_img

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...