Sunday, August 24, 2025

আকাশ থেকে ঝরছে আগুন, উষ্ণতার চরম সীমায় উত্তর ভারত

Date:

Share post:

হাঁসফাঁস করা গরম সামলে উঠতে হিমশিম খাচ্ছে উত্তর ভারত(North India)।ভারতের বিভিন্ন অঞ্চলে কার্যত আকাশ থেকে আগুন ঝরছে। রাজস্থানের (Rajasthan)শ্রীগঙ্গানগরে শুক্রবার তাপমাত্রার পারদ ৪৮.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিকানির, চুরুতেও তাপমাত্রা প্রায় ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আজমিরে পারদ ছিল ৪৫.২ ডিগ্রি।

গরমের দাপটে বিধ্বস্ত উত্তর ভারত।আবহাওয়া দফতরের(weather dependent) তরফে জানানো হয়েছে, শুক্রবার দিল্লির অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ (Heatwave)ছিল। নাজফগড়ে তাপমাত্রা ৪৬.১ ডিগ্রিতে পৌঁছেছে।উত্তরপ্রদেশে সবচেয়ে উষ্ণ শহর ছিল আগ্রা, যেখানে পারদ ছুঁয়েছে ৪৫.৫ ডিগ্রি। দিল্লির(Delhi) নজফগড়ের তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়েছে। পিতমপুরায়ও একই অবস্থা, পারদ ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সফদরজং অবজারভেটরিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (Indian Metereological Department) জানিয়েছে যে শনিবার দিল্লির(Delhi) অনেক এলাকায় তীব্র গরমের ‘কমলা’ সতর্কতা (orrange alert) জারি করা হয়েছে । অন্যদিকে রবিবার-এর জন্য হলুদ সতর্কতা ( Yellow Alert) জারি করা হয়েছে। আবহাওয়া অনুযায়ী আইএমডি(IMD) চার ধরনের সতর্কতা জারি করে। এতে সবুজে কোনো সতর্কতা নেই , হলুদে সতর্কতা, কমলাতে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকা এবং রেড অ্যালার্টে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। শনিবার দিল্লির সফদরজং এর তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। যেখানে দিল্লির অনেক এলাকায় পারদ ৪৭ ডিগ্রিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তবে মেঘের কারণে আগামী সপ্তাহে কিছুটা স্বস্তি পেতে পারেন দিল্লিবাসী। চলতি গ্রীষ্মের মরশুমে দিল্লিতে তাপপ্রবাহের এটা পঞ্চম রাউন্ড। গত মার্চে একের পর, এপ্রিলে তিন রাউন্ড তাপ প্রবাহের সম্মুখীন হতে হয়েছিল। উল্লেখ্য, গত ২ মাসে দিল্লিতে  বৃষ্টির  পরিমাণ সামান্য, তার ফলে এপ্রিল মাসেই গ্রীষ্মের সমস্ত রেকর্ড ভেঙে গেছিল । ১৯৫১ সালের এপ্রিলের পর থেকে দিল্লি দ্বিতীয়বার সবচেয়ে খারাপ তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। এপ্রিলে গড় তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি।



spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...