সিবিআই তদন্তে ক্ষোভ! সিজিও কমপ্লেক্সে অনশন-অবস্থানে মৃত বিজেপি কর্মী অভিজিতের দাদা

আদালতে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরাই। কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া নিয়েই ক্ষোভ বেলেঘাটার মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দাদা বিশ্বজিতের। শনিবার, সিজিও (CGO) কমপ্লেক্সের সামনে রীতিমতো প্ল্যাকার্ড হাতে অনশনে বসেন তিনি। পরে অবশ্য তাঁকে ও তাঁর সঙ্গীকে আটক করা হয়।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। তদন্ত রাজ্যের থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া দাবি নিয়ে আদালতে সরব হন অভিজিতের দাদা বিশ্বজিৎ (Biswajit)। আদালত তদন্তভার দেয় সিবিআইকে। বছর ঘুরে গেলেও এখন তদন্ত তেমন কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ সরকার পরিবারের। এদিন, হাতে প্ল্যাকর্ড নিয়ে সিজিও কমপ্লেক্সে অনশনে বসেন মৃতের দাদা বিশ্বজিৎ সরকার। তাতে লেখা বিচার চাই। সঙ্গে ছিলেন বিশ্বজিতের এক বন্ধু। পরে তাঁদের আটক করে পুলিশ। সিবিআই সূত্রে খবর, তদন্তভার নেওয়ার পর থেকে একাধিকবার অভিজিতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলছে। তাও কেন ক্ষোভ তাদের জানা নেই।




Previous articleমধ্যপ্রদেশে চোরাশিকারিদের হামলায় তিন পুলিশকর্মীর মৃত্যু, তিনজন আহত 
Next articleআকাশ থেকে ঝরছে আগুন, উষ্ণতার চরম সীমায় উত্তর ভারত