পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র-গুলি-সহ মাদক, গ্রেফতার ৫

তল্লাশি চালানোর পরে সেখান থেকে ২৪ কেজি গাঁজা-সহ ৩টে আগ্নেয়াস্ত্র এবং ১৩ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম টুনটুন কুমার (২৬), পিন্টু কুমার (২৪) ও রাজেশ শেখ (২৭)।

এলাকার শান্তি শৃঙ্খলা (Peace and Order)বজায় রাখতে তল্লাশি চালাচ্ছে পূর্ব বর্ধমানের (East Burdwan)পুলিশ। পরপর দু’জায়গায় তল্লাশিতে মিলল বিপুল অস্ত্র-গুলি সঙ্গে গাঁজা।

বুধবার, রাতে মঙ্গলকোটের (Mangalkote) লাখুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নাকা তল্লাশির (Naka Checking) সময় একটি সন্দেহভাজন মোটরবাইক থামান কর্তব্যরত পুলিশকর্মীরা। তল্লাশি চালানোর পরে সেখান থেকে ২৪ কেজি গাঁজা-সহ ৩টে আগ্নেয়াস্ত্র এবং ১৩ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম টুনটুন কুমার (২৬), পিন্টু কুমার (২৪) ও রাজেশ শেখ (২৭)।

পাশাপাশি কেতুগ্রাম থানার পুলিশ তল্লাশি চালিয়ে ৪টে আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে। প্রথমে সুখচাঁদ শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জেরা করে আলতাব শেখের (Altab Seikh)খোঁজ পায় পুলিশ। তাঁদের থেকে ৪টে আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের তৎপরতায় এলাকায় অসামাজিক কাজ রোখা গেল মনে করছেন স্থানীয়রা।