Saturday, November 8, 2025

সংসদীয় কমিটির গোপন নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই: বিস্ফোরক অভিযোগ কার্তির, চিঠি স্পিকারকে

Date:

Share post:

তল্লাশির নামে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির গোপন নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই (CBI)। বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের (Karti Chidambaram)। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত অতি সংবেদনশীল নথিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ। সিবিআই তল্লাশি ‘অনৈতিক, বেআইনি’- বলে লোকসভার স্পিকারের কাছে চিঠি লিখলেন তিনি।

বৃহস্পতিবার, বেআইনি ভিসা মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শুক্রবারও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের (P Chidambaram) পুত্রকে জেরা করছে সিবিআই। এদিন সিবিআই দফতরে ঢোকার আগে কংগ্রেস সাংসদ মন্তব্য করেন, তলব করাটা সিবিআইয়ের অধিকার। আর হাজিরা দেওয়া তাঁর কর্তব্য। তবে হাজিরা দেওয়ার আগেই লোকসভার স্পিকারকে বিস্ফোরক অভিযোগ করে চিঠি লেখেন কার্তি।

 

 

কার্তির অভিযোগ, যেভাবে বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই, সেটা পুরোপুরি বেআইনি। তল্লাশি চলাকালীন তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ এবং কিছু গোপন নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নথিগুলি প্রকাশ হওয়া উচিত নয়। সংসদীয় কমিটিকে নিজের হাতে লিখে তিনি যে তথ্য দিয়েছেন, সেগুলিও নিয়ম বিরুদ্ধেভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ। কংগ্রেস (Congress) নেতার বক্তব্য, আমি সিবিআইয়ের বেআইনি এবং অসাংবিধানিক কাজের শিকার হচ্ছি। ১১ বছর আগে ভারত সরকারের নেওয়া একটি সিদ্ধান্তের জন্য আমার বাড়িতে তল্লাশি করা হচ্ছে।”

তাঁর অভিযোগ, তল্লাশির নামে তাঁর কাছ থেকে সিবিআই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির গোপন নথি বাজেয়াপ্ত করেছে। শুধু তাই নয়, সংসদীয় কমিটিকে নিজের হাতে লিখে যে তথ্যগুলি দিয়েছেন, সেগুলিও নিয়ম বিরুদ্ধেভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। তিনি সিবিআইয়ের বেআইনি এবং অসাংবিধানিক কাজের শিকার বলেও তোপ দেগেছেন কার্তি।

৫০ লক্ষ টাকার বিনিময়ে ২৫০ জন চিনা নাগরিককে বেআইনিভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে কার্তি চিদম্বরমের দিল্লি, মুম্বই, চেন্নাই ও তামিলনাড়ুর বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সিবিআই।



spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...