Saturday, August 23, 2025

পয়গম্বরকে নিয়ে কুমন্তব্যে দেশজুড়ে অশান্তি: রাজ্যগুলিকে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

হজরত মহম্মদকে নিয়ে বিজেপি(BJP) মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) কুমন্তব্যের ঘটনায় দেশজুড়ে অশান্তি তীব্র আকার ধারন করেছে। ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশ প্রধানদের সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে, পুলিশ কর্তাদের নিশানা করা হতে পারে। ফলে রাজ্যের পুলিশকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “পরিকল্পিতভাবে দেশের শান্তি নষ্টের চেষ্টা চলছে। যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে প্রস্তুত রাখতে হবে আধাসেনাকে। শান্তিশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশ মোতায়েন করা যেতে পারে।” এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনও উস্কানিমূলক পোস্ট নজরে পড়লে দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এদিকে নূপুর শর্মার কুমন্তব্যের জেরে ইতিমধ্যেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে বাংলায়। পরিস্থিতি সামাল এরাজ্যের হাওড়া ও মুর্শিদাবাদে জারি হয়েছে ১৪৪ ধারা, বন্ধ করা হয়েছে ইন্টারনেট। ঝাড়খণ্ডের রাঁচিতে মৃত্যু হয়েছে ২ জনের, অশান্ত দিল্লি। উত্তরপ্রদেশে অশান্তির জেরে ইতিমধ্যেই ২২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে পরিস্থিতি রীতিমতো উত্তাল। এই অবস্থায় সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


spot_img

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...