Sunday, August 24, 2025

ত্রিপুরা উপনির্বাচনে ২৭ জন তারকা প্রচারক তৃণমূলের, রয়েছেন খোদ দলনেত্রী মমতা

Date:

Share post:

বছর পেরোলেই ত্রিপুরায় (tripura) হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন(Assembly election)। তার আগে চলতি মাসের ২৩ তারিখ ত্রিপুরায় চারটি বিধানসভা কেন্দ্রে (৬, আগরতলা/ ৮, টাউন বড়দোয়ালি/সুরমা/যুবরাজ নগর) উপনির্বাচন(By-election)। বিধানসভা ভোটের আগে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ত্রিপুরার নতুন বিকল্প শক্তি হিসেবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেস যেখানে কার্যত নিষ্ক্রিয়, সেখানে মাসকয়েক আগে পুরভোটে জোড়াফুল মানুষের মনে দাগ কেটেছে। তৃণমূল (TMC) শিবিরের দাবি, শাসক বিজেপির বিরুদ্ধে এবার বিধানসভা উপনির্বাচনেও প্রধান প্রতিপক্ষ তারা।

খুব স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসাবে দেখছে ঘাসফুল শিবির। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেব ইস্তফা দেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন মানিক সাহা(Manik Saha)। তিনি এবার উপনির্বাচনে বড়দোয়ালি কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। আবার বিজেপি থেকে সুদীপ রায় বর্মন ইস্তফা দেওয়ায় অকাল ভোট হচ্ছে আগরতলা কেন্দ্রে। এই দুই কেন্দ্রেই মঙ্গলবার রোড-শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

উপনির্বাচনের প্রচারে ঝাঁঝ বাড়াতে অভিষেক ছাড়াও ত্রিপুরার মাটিতে জোর কদমে প্রচার চালাতে ২৭ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে তৃণমূল। এই প্রচারকদের মধ্যে রয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে ২৭ জন তারকা প্রচারকের তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন সৌগত রায়, ফিরহাদ হাকিম, শক্রঘ্ন সিনহা, মুকুল সাংমা, কুণাল ঘোষের মতো শীর্ষ নেতারা। পাশাপাশি অভিনেতা–সাংসদ দেব, মিমি চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, সুদীপ রাহা, জয়া দত্তের মতো নেতা–নেত্রীরাও রয়েছেন এই প্রচারকের তালিকায়।

একনজরে ত্রিপুরা উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থীর তালিকা–



spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...