Thursday, November 13, 2025

ত্রিপুরা সুরমা কাণ্ডের মাস্টারমাইন্ড বিজেপি নেতা বলাই মালাকার গ্রেফতার

Date:

Share post:

তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার। অবশেষে গ্রেফতার ত্রিপুরা সুরমা কাণ্ডের মাস্টারমাইন্ড বিজেপি নেতা বলাই মালাকার গ্রেফতার। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে কচুছড়া থানার পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলাই মালাকার-সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে গতকাল, বৃহস্পতিবার ধলাইয়ের পুলিশ সুপার রমেশ যাদবের কাছে ডেপুটেশন দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। অন্যথায় বৃহত্তর আন্দোলন ও প্রতিবাদের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিল ঘাসফুল শিবিরের নেতারা। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লিতে নির্বাচন কমিশনকেও নালিশ জানিয়ে ছিলেন তৃণমূলের ৬ সদস্যের সাংসদ প্রতিনিধি দল। এরপর কার্যত চাপে পড়ে বিজেপি নেতা বলাই মালাকারকে গ্রেফতার করে পুলিশ। বলাই বিজেপির সুরমা মন্ডলের বিজেপির কিষাণ মোর্চার সহ-সভাপতি।

প্রসঙ্গত, গত বুধবার ত্রিপুরার ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের প্রায় ৭০ টি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে ছিল মালাকার পরিবারের চার সদস্য। সেই আক্রোশে ওই দিন গভীর রাতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বলাই মালাকারের নেতৃত্বে একদল দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসে যোগদানকারী ব্রজভল্লব মালাকার (৫০) ও তাঁর ৩০ বছরের ছেলে দীপক মালাকারের উপর নৃশংস আক্রমণ চালায়। দীপকের আট বছরের ছেলে তাপস মালাকারকেও রেহাই দেয়নি তারা। ওই রাতেই আক্রান্তদের কলাই হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সংকটজনক ব্রজভল্লব মালাকার। প্রত্যেকে এখনও চিকিৎসাধীন।

বিরোধী দলের নিরীহ কর্মী-সমর্থকদের উপর এই হামলার ঘটনা ঘিরে উত্তাল ত্রিপুরার রাজ্য-রাজনীতি। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহার মুখে সন্ত্রাসমুক্ত, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের কথা বলছেন। কিন্তু উপনির্বাচনের আগে রোজই বিরোধীদের উপর সংঘঠিত আক্রমণ চালাচ্ছে শাসক দলের মদতপুষ্ট গুন্ডারা। আসলে এ যেন নতুন বোতলে পুরনো মদ। মুখ্যমন্ত্রী পদে বিপ্লবকে সরিয়ে মানিককে আনা হলেও, বিজেপির চরিত্র বদলায়নি।

এদিকে, উপনির্বাচনের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস নিয়ে তৃণমূলের অভিযোগের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আসন্ন চার বিধানসভার উপনির্বাচনে ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠানো হবে। প্রতি বুথে হবে ওয়েব কাস্টিং। দিল্লি থেকেও নজরদারি চলবে।


spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...