Sunday, August 24, 2025

ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলতে এবার রাজ্য বিজেপির বিক্ষুব্ধ নেতাদের “চিন্তন বৈঠক”

Date:

Share post:

এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। বাংলায় রাজ্য নেতাদের দল ও সংগঠন পরিচালনায় অপরিণত মনোভাব এবং অপদার্থতা নিয়ে দিল্লিতে শীর্ষ নেতার কাছে বারেবারে দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। এবার গেরুয়া শিবিরের অন্দরে নিজেদের গুরুত্ব বাড়াতে শক্তি প্রদর্শনের পথে হাঁটতে চলেছেন বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ ও বিদ্রোহীদের একাংশ।

জানা গিয়েছে আগামী জুলাইয়ের শেষের দিকে একজোট হয়ে একটি “চিন্তন বৈঠক” করতে চলেছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতার। এই বৈঠকে নেতৃত্ব দিতে পারেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এছাড়াও থাকবেন প্রাক্তন রাজ্য সহ-সভাপতি চন্দ্র বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, উদ্বাস্তু শাখার প্রাক্তন আহ্বায়ক মোহিত রায়, রাজ্য বিজেপির নীতি-গবেষণা শাখার ইনচার্জ অম্বুজ মোহান্তি, সংখ্যালঘু শাখার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি শামসুর রহমান। বীরভূমের ডাকাবুকো বিজেপি নেতা দুধকুমার মণ্ডলকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের ডাকা হবে বলে জানা গিয়েছে। প্রায় একমাস আগে থেকে এই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিদ্রোহী নেতারা। বিভিন্ন জেলা ও মণ্ডলের বিক্ষুব্ধ নেতাদের একছাতার তলায় নিয়ে এসে ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলার ব্লু-প্রিন্টও তৈরি হচ্ছে।

আরও পড়ুন- এবছরের শেষেই মিলবে ই-পাসপোর্টের পরিষেবা

বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা এবং তারপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে। জানা যাচ্ছে বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা একুশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কেন সরেজমিনে তার বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি হল না, সেই বিষয়টি উঠে আসতে পারে। নির্বাচনের পর থেকে কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে। কিন্তু নেতারা ঘরে ঢুকে বসে আছেন। এবং সর্বোপরি বাংলায় বিজেপির ভবিষ্যৎ কী, এই বিষয়গুলো আলোচিত হবে।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...