পদ্মা সেতুর উপর ছুটছে কলকাতা থেকে ঢাকাগামী বাস। গত শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার থেকে শুরু হয়েছে ‘সৌহার্দ্য’ বাস পরিষেবা। এই সেতুটি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের এক তৃতীয়াংশ অংশ রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হল। একই সঙ্গে এই সেতুর মাধ্যমে ঢাকা কলকাতার দূরত্ব ও ভ্রমণের সময় প্রায় চারঘণ্টা কমে গিয়েছে। স্বভাবতই এর ফলে খুশি যাত্রীরাও।

আরও পড়ুন:ইউক্রেনের শপিং মলে মিসাইল হামলা, হতাহত অন্তত ৫০
অতিমারির কারণে দু’বছর ধরে বন্ধ ছিল কলকাতা-ঢাকা রুটের বাস পরিষেবা। কিন্তু ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর সকালে বাস কলকাতা ছাড়লে দুপুরের মধ্যে ঢাকা পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে। সোমবার সকাল ৭টায় কলকাতার কিড স্ট্রিট থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম করপোরেশনের সঙ্গে শ্যামলী পরিবহন সংস্থার যৌথ উদ্যোগে এই ‘সৌহার্দ্য’ বাসের যাত্রা শুরু হয়। শ্যামলী পরিবহন সংস্থার কর্ণধার অবনী ঘোষ সোমবার বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। আমাদের জন্য শুভ দিন। কারণ দুই দেশের সম্প্রীতির বন্ধনে এই সৌহার্দ্য যাত্রা। আজ আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে যাব। এই সুবাদে কলকাতা থেকে ঢাকা পৌঁছতে সময় ৩ থেকে ৪ ঘণ্টা কমে যাবে। তবে এরপর থেকে এই বাস সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল থেকে ছাড়বে।’ তিনি আরও জানান, তারা কলকাতা-ঢাকা-কলকাতা বাস চালানোর অনুমতি পেয়েছেন। সে সুবাদে আবারও বাস পরিষেবা চালু করতে যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে। সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনালকে সাজিয়ে তোলা হচ্ছে।’

সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার সকাল ৭টায় করুণাময়ী টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে বাসটি ছাড়বে। মঙ্গল, বুধ ও শুক্রবার ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে কলকাতার উদ্দেশে ‘সৌহার্দ্য’ বাস ছাড়বে। তবে ভাড়ার বদল হয়নি। টিকিটের দাম যাত্রী প্রতি ১ হাজার ৪০০ টাকা।একই সঙ্গে কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বেসরকারি উদ্যোগে বাস পরিষেবা চালু হয়েছে। করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে সোম, বুধ ও শুক্র তিন দিন দুপুর ১২টায় বাস ছাড়ছে। এ ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত রয়েছে, যাত্রী প্রতি ১ হাজার ৮০০ টাকা।
