আজ সকাল থেকে দেশের নানা প্রান্তে মহা সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা। দু’বছর পর করোনা অতিমারিকে কাটিয়ে দেশের নানা প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান।এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রী হতে না পেরে অভিমানে ফুঁসছেন ফড়ণবীশ, দাবি শরদ পাওয়ারের
একটি টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “জয় জগন্নাথ! রথযাত্রার উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন।”
Jai Jagannath! Greetings on the auspicious occasion of Ratha Yatra, the mighty move of the Lord, embracing all castes and creeds. May He bless us all.
— Mamata Banerjee (@MamataOfficial) July 1, 2022
অন্যদিকে রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইট বার্তায় তিনি লেখেন, “রথযাত্রার এই দিনটিতে ভগবান জগন্নাথদেবকে আমার প্রণাম জানাই এবং প্রার্থনা করি যেন তাঁর আশীর্বাদ আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তোলে।”

Greetings to all on the holy occasion of #RathYatra.
I bow to Lord Jagannath on this day and pray that his blessings fill all our lives with good health and prosperity.
Jai Jagannath!
— Abhishek Banerjee (@abhishekaitc) July 1, 2022