নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের পর দেশজুড়ে ক্ষোভের আগুন এখন নেভেনি। এরইমাঝে ফের পয়গম্বরকে নিয়ে কুমন্তব্য করে টুইট করলেন আরও এক বিজেপি নেতা। এই ঘটনার জেরে মুখরক্ষার্থে তড়িঘড়ি ওই বিজেপি নেতাকে সাসপেন্ড করল হরিয়ানা বিজেপি(BJP)।

সম্প্রতি ইসলাম ধর্মকে নিশানায় নিয়ে একের পর এক টুইট করেন হরিয়ানা(Hariana) বিজেপির আইটি সেলের (BJP IT Cell) প্রধান অরুণ যাদব। যেখানে কাবা শরিফের সঙ্গে মদের গ্লাসের তুলনা করতে দেখা গিয়েছে তাঁকে। এরপর তাঁর পুরানো সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই নেতার বিরুদ্ধে সরব হন নেটিজেনরা। দাবি ওঠে গ্রেফতারির। রীতিমতো জনরোষের মুখে পড়ে অরুণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয় বিজেপি। হরিয়ানা বিজেপির সভাপতি ওপি ধনকড় জানান, ওই নেতাকে ইতিমধ্যেই দল থেকে বহিস্কার করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে তাঁকে বহিস্কারের কারণ প্রকাশ্যে আনা হয়নি। যদিও এই বহিস্কার যে ওই টুইটের জন্য তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
