সামনেই তৃণমূলের একুশে জুলাই সমাবেশ। তার আগে ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এবার রাজ্য বিধানসভায় বাংলার লোকসভা ও রাজ্যসভার সাংসদদের জন্য ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। এ রাজ্যের সাংসদরা চাইলে বিধানসভায় এসে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। তৃণমূলের সাংসদরা বিধানসভাতেই ভোট দেবেন।

এরই মাঝে নতুন করে জল্পনা বাড়িয়ে অধিকারী পরিবারের দুই সাংসদ দিল্লিতে গিয়ে সংসদ ভবনে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী ও তাঁর পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে ভোট দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এই দু’জনই ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে ভোটে জিতেছেন।

আর এই বিষয়টি নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মন্তব্যে কটাক্ষের সুরও পাওয়া গিয়েছে। কুণাল একটি টুইটে শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীর নাম উল্লেখ না করে লেখেন, রাষ্ট্রপতি নির্বাচনে অধিকারী পরিবারের সাংসদদের তৃণমূলের মতো বিধানসভায় ভোট দেওয়া উচিত। তার আগে ১৭ তারিখ পূর্ব মেদনীপুরের কাঁথিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতেও “আমন্ত্রণ” জানান কুণাল।

তৃণমূল মুখপাত্র তাঁর টুইটে লেখেন, “শুনলাম তৃণমূল থেকে নির্বাচিত কোনও সাংসদ বলেছেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকেই ভোট দেবেন। কিন্তু দিল্লিতে গিয়ে গোপন ব্যালটে দেবেন। তিনি বরং ১৭ তারিখ কাঁথিতে ২১ জুলাই কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন এবং পরের দিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন। না হলে বুঝব মিথ্যা।”

শুনলাম @AITCofficial থেকে নির্বাচিত কোনো MP বলেছেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকেই ভোট দেবেন, কিন্তু দিল্লি গিয়ে গোপন ব্যালটে দেবেন।
তিনি বরং 17/7 কাঁথিতে 21 জুলাই কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন এবং পরদিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন।
না হলে বুঝব মিথ্যা।— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 15, 2022
প্রসঙ্গত, কাঁথিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় অন্যতম বক্তা হিসেবে হাজির থাকবেন কুণাল ঘোষ। তৃণমূলের টিকিটে জেতা অধিকারী পরিবারের দুই সাংসদের সঙ্গে বিজেপি যোগ আগেই স্পষ্ট হয়েছে। কিন্তু সাংসদ পদ আগলে বসে রয়েছেন তাঁরা। তাই এবার নাম না করে শিশির-দিব্যেন্দু উদ্দেশ্যে কৌশলী বার্তা কুণালের।
