Thursday, November 6, 2025

T-20 World Cup: টি-২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা আইসিসির

Date:

Share post:

নিশ্চিত হয়ে গেল টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) ১৬ দল। আইসিসি ( ICC) আগেই জানিয়ে দিয়েছিল আটটি দলের নাম। আগেই তাদের দু’টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল। আর এবার নিশ্চিত হয়ে গেল আরও আটটি দল। আর এদের মধ‍্যে চারটি দল যোগ‍্যতা অর্জন করে খেলবে মূল পর্বে। এই আটটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে।

গ্রুপ এ-তে রয়েছে নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেদারল্যান্ডস। আর গ্রুপ বি-তে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে খেলবে। এবং সেখান থেকে দু’টি করে মোট চারটি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্রুপ এ-র রানার আপ ও গ্রুপ বি-র জয়ী দল খেলবে ‘গ্রুপ ২’ অর্থাৎ  ভারতের গ্রুপে। যার মানে দাঁড়াচ্ছে ঠিক এরকম, নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডসের মধ্যে যে দল দ্বিতীয় স্থানে শেষ করবে এবং আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মধ্যে যে দল প্রথম স্থানে শেষ করবে তারা খেলবে ‘গ্রুপ ২’-এ।

ইতিমধ্যেই যে আট দল মূল পর্বে রয়েছে তাদের দু’টি গ্রুপে ভাগ করে ফেলেছে আইসিসি। গ্রুপ ১-এ রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। গ্রুপ ২-এ রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।

একনজরে দেখে নেওয়া যাক সূচি

প্রথম পর্ব

গ্রুপ এ: নামিবিয়া,শ্রীলঙ্কা,সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস

গ্রুপ বি: আয়ারল্যান্ড,স্কটল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে

দ্বিতীয় পর্ব

গ্রুপ ১: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, গ্রুপ এ বিজয়ী এবং গ্রুপ বি রানার আপ।

গ্রুপ ২: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, গ্রুপ এ রানার আপ এবং গ্রুপ বি বিজয়ী।

১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। প্রথমে হবে যোগ্যতা অর্জন পর্বের খেলা। ২১ অক্টোবর শেষ হবে সেই খেলা। এরপর ১২ দল নিয়ে ২২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল পর্বের খেলা।

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...