বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ আদানি, সম্পত্তি দান করে গরিব গেটস

বিশ্বের ধনীদের তালিকায় এবার চতুর্থ স্থানে এলেন ভারতীয় শিল্পপতি(Indian Industrialist) গৌতম আদানি(Goutam Adani)। ফোবর্সের(Foborce) তালিকায় বিশ্বের ধনীদের(World reachest) যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে প্রথম তিন ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক, বার্নর্ড আরনল্ট এবং জেফ বেজস। এর ঠিক পরেই চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন ১১৫.৩ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক গৌতম আদানি। তবে এই তালিকায় এবার অনেকখানি নিচে নেমে এসেছেন একদা শীর্ষে থাকা বিল গেটস।

ফোবর্সের তালিকা অনুযায়ী, এবার বিশ্বের সর্বোচ্চ ধনীদের তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন বিল গেটস। তবে তাঁর এই পিছিয়ে পড়ার কারণ দানধ্যান। ব্যবসার লাভের অর্থে দান করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান গেটস। সেই রীতি মেনেই গত সপ্তাহেই মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা ২০ বিলিয়ন মার্কিন ডলার স্বেচ্ছাসেবী সংস্থায় দান করেছেন। এরপর সম্পত্তির নিরিখে ফোর্বসের তালিকায় পঞ্চম স্থানে নেমে এসেছেন তিনি। মাইক্রোসফটের (Microsoft) প্রতিষ্ঠাতার বর্তমান সম্পত্তির পরিমাণ ১০২ বিলিয়ন মার্কিন ডলার। তবে তাৎপর্যপূর্ণভাবে ফোবর্সের তালিকায় চতুর্থস্থানে উঠে এসেছেন গৌতম আদানি। রিপোর্ট বলছে, ২০২১-২০২২ সালের মধ্যে আদানি গোষ্ঠীর কর্ণধারের সম্পত্তি বেড়েছে অনেকটাই। প্রায় ৯০ বিলিয়ন ডলার। সম্পত্তির নিরিখে তিনি পিছনে ফেলেছেন ওয়ারেন বাফেট, মুকেশ আম্বানিদেরও। এই তালিকায় ১০ নম্বরে জায়গা হয়েছে মুকেশ আম্বানির। তাঁর সম্পত্তির পরিমাণ ৮৮.৪ বিলিয়ন মার্কিন ডলার।


Previous articleকোনও গাড়ি চালকের লাইসেন্স জমা রাখতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের
Next articleজনরোষ সত্ত্বেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির চেয়ারে রনিল বিক্রমাসিংঘে