Tuesday, August 26, 2025

মোদি শাসনে ভারত ত্যাগের হিড়িক, ১ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ১.৫ লক্ষের বেশি

Date:

Share post:

মোদি শাসনে(Modi Govt) ভারত ছাড়ার হিড়িক পড়েছে দেশবাসীর মধ্যে। ভারতের নাগরিকত্ব(Indian citizen) ছেড়ে অন্য কোনও দেশের নাগরিকত্ব নিচ্ছেন মানুষ। আর এই দিনে দিনে বেড়ে চলেছে ক্রমাগতভাবে। সম্প্রতি এই সংক্রান্ত রিপোর্টই প্রকাশ্যে আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। রিপোর্ট বলছে, শুধুমাত্র ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন। নিঃসন্দেহে এই সংখ্যাটা বিজেপি(BJP) সরকারের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট।

শুধুমাত্র ব্যবসা ক্ষেত্রের উদাহরণ তুলে এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয়েছিল বহু ব্যবসায়ী ভারত ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব দেওয়া। আর সেই কথাই স্বীকার করে নিয়ে এদিন প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট বলছে, ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন ভারতীয় দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন। ২০২১ সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন। এক বছরে দেশছড়ার সংখ্যায় এই বিপুল বৃদ্ধি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে মোদির শাসন নিয়ে। জানা গিয়েছে যারা দেশ ছেড়েছেন তাঁদের ৫০ শতাংশই মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। সূত্রের খবর, যারা দেশ ছেড়েছেন তাঁদের বেশিরভাগই ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের। প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের নাগরিকত্ব ছাড়ার সংখ্যাটা ছিল ১ লক্ষ ৪৪ হাজার ১৭ জন।

উল্লেখ্য, বিরোধীদের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে দেশের মাটিতে মোদি ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী ছাড়া ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের সর্বনাশ করে চলেছে মোদি সরকার। যার জেরে দেশ ছাড়ছেন একের পর এক ব্যবসায়ী। যদিও এবিষয়ে মোদি সরকারের এতদিন কোনও উচ্চবাচ্য করা হয়নি, এবার সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সেই রিপোর্টই প্রকাশ্যে আনল মোদি সরকার।


spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...