Sunday, November 2, 2025

পার্থকে সরকার এবং দলীয় পদ থেকে এখনই সরানো উচিত: বিস্ফোরক ট্যুইট কুণালের

Date:

Share post:

ট্যুইটে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে বৃহস্পতিবার সকালেই কুণালের মন্তব্য, “পার্থ চট্টোপাধ্যায়কে এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হোক এবং দলের সব পদ থেকেও তাঁকে বহিষ্কার করা উচিত।”এরপরই কুণালের মন্তব্য, “যদি এই বক্তব্য দলের তরফে মনে হয় যথাযথ নয়, তাহলে দল মনে করলে আমাকে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে সরিয়ে দিতে পারে। দলের একজন সাধারণ কর্মী বা সৈনিক হিসেবেই আমি লড়াই চালিয়ে যাব।”


আরও পড়ুন:বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটের ওয়ারড্রোব – শৌচাগার থেকে উদ্ধার ২৮ কোটি টাকা এবং ৬ কেজি সোনা!

বুধবার রাতে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৮ কোটিরও বেশি টাকা, সোনা ইত্যাদি উদ্ধার হয়। সেই তল্লাশি চলাকালীনই কুণাল স্পষ্ট ভাষায় বলেছিলেন, যে দৃশ্য চোখে দেখতে পাচ্ছি, তা অনভিপ্রেত। সবচেয়ে বড় বিষয় হল, সাংবাদিকরা বারবার তাঁকে সুযোগ দিয়েছেন এই সমস্ত ঘটনাবলী নিয়ে তাঁর তরফে বক্তব্য জানানোর। কিন্তু দুর্ভাগ্যের হল, তিনি কাকে ফোন করে পাননি কিংবা মন্ত্রিসভা থেকে কেন তিনি পদত্যাগ করবেন, সে প্রশ্ন সাংবাদিকদের বলতে পারছেন কিন্তু একবারও বলেননি,’আমি নির্দোষ’। এ প্রসঙ্গে কুণাল তাঁর নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে টেনে এনে বলেন, আমাকে যখন মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, আমি তখন বারবার বলার চেষ্টা করেছি নির্দোষ। কিন্তু পুলিশ আমাকে সাংবাদিকদের মুখোমুখি হতে দেয়নি। আবার কখনও সুযোগ পেলে গাড়িতে বাজনা বাজিয়ে আমার কথা সাংবাদিকদের কাছে পৌঁছতে দেয়নি।

তৃণমূলের মুখপাত্র কুণাল এদিন সকালে বলেন, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করছেন। কোনও একজনের ব্যক্তিগত আচরণ এবং কাজে দলীয় কর্মীদের আঘাতপ্রাপ্ত হবে, তা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পূর্ণ আস্থা আছে। আগামী দিনে তাঁরাই লড়াইয়ের পথ দেখাবেন। তৃণমূলের  একনিষ্ঠ কর্মী হিসেবে সেই পথের শরিক থাকব।

উল্লেখ্য, আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে পার্থ-অপসারণ নিয়ে যেমন আলোচনা হবে পাশপাশি তাঁর তিনটি দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখবেন না নতুন মন্ত্রী বা অন্য মন্ত্রীদের হাতে দেবেন তারই অপেক্ষা।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...