Wednesday, November 5, 2025

আইন ভাঙলে বিশেষ সুবিধার নয়: যৌনকর্মীদের উদ্দেশ্যে সাফ বার্তা দিল্লি হাই কোর্টের

Date:

Share post:

দেশের প্রত্যেক নাগরিকেরই পেশা অনুসারে মৌলিক অধিকারের নিশ্চয়তা রয়েছে। তবে আর পাঁচজন সাধারণ মানুষের মতো আইন ভাঙার ক্ষেত্রে কোনওরকম বিশেষ সুযোগসুবিধার দাবি করতে পারেন না কেউই। সম্প্রতি এক মামলায় এই বিষয়টি স্পষ্ট করল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। ১৩ নাবালিকাকে পাচারের অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। আর সেই মামলার শুনানিতেই দিল্লি হাইকোর্টের বিচারপতি আশা মেনন নামে অভিযুক্ত এক যৌনকর্মীর (Sex Workers) অন্তর্বর্তীকালীন জামিন (Interim Bail) দিতে অস্বীকার করেন।

অভিযুক্ত যৌনকর্মীর মায়ের দু’টি হাঁটুতেই অস্ত্রোপচারের (Operation) কারণে আদালতের কাছে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আবেদন জানান। আর এরপরই বিচারপতি (Justice) সাফ জানান, একজন যৌনকর্মীর সাধারণ নাগরিকের মতোই সমস্ত অধিকারের অধিকারিণী। কিন্তু যদি তিনি আইন লঙ্ঘন করেন, তা হলে তাঁর ক্ষেত্রেও একই ভাবে আইন প্রয়োগ হবে। আইনের অধীনে বিশেষ কোনও সুবিধা তিনি দাবি করতে পারেন না। বিচারপতি আরও জানিয়েছেন, আবেদনকারীর বিরুদ্ধে মানব পাচার এবং পতিতাবৃত্তির উদ্দেশ্যে নাবালিকা বিক্রি করার মতো অপরাধের অভিযোগ রয়েছে। যা অত্যন্ত গুরুতর। তবে অভিযুক্ত অবশ্যই আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণের সমস্ত সুযোগ পাবেন। তবে তাঁর জামিন মঞ্জুর করা কোনমতেই সম্ভব নয়।

সরকার পক্ষের আইনজীবীও (Public Prosecutor) জামিন মঞ্জুরের বিরোধিতা করেন। তিনি জানান, পাচার হওয়া নাবালিকদের বাইরে বেরিয়ে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন অভিযুক্ত। এতে বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্বেচ্ছায় কেউ দেহ ব্যবসায় যুক্ত হলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। নেওয়া যাবে না কোনও আইনি পদক্ষেপও। সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ রায় দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court of India)৷ আর পাঁচজন সাধারণ মানুষের মতো যৌনকর্মীদেরও সম্মান এবং সমান নিরাপত্তা প্রাপ্য৷ শুধুমাত্র যৌনকর্মীর বয়স এবং তার এই পেশায় সম্মতি রয়েছে কি না, তা বিবেচনা করেই সবক্ষেত্রে সমান ভাবে আইনি পদক্ষেপ করতে হবে৷

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...