Thursday, August 21, 2025

AIFF-কে অনির্দিষ্টকালের জন‍্য নির্বাসন ফিফার, কী কী সমস্যায় পড়বে ভারতীয় ফুটবল? দেখে নেওয়া যাক একনজরে

Date:

Share post:

সোমবার ম‍ধ‍্যরাতে আশাঙ্কাই সত‍্যি হল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন‍্য নির্বাসিত করল ফিফা। তৃতীয় পক্ষর ( সুপ্রিম কোর্টের) নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে এআইএফএফকে। এরফলে সঙ্কটে ভারতীয় ফুটবল। প্রশ্নের মুখে ভারতীয় ফুটবল।

কথা ছিল ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে কমিটি গড়ে ফেলতে হবে এআইএফএফকে, নয়ত ভারতীয় ফুটবল ব্যান হতে পারে। তবে নির্দিষ্ট দিনের প্রায় এক মাস আগেই ফিফার শাস্তির খাড়া নেমে এল ভারতীয় ফুটবলে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ভারতীয় ফুটবলকে ব্যান করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। ১৫ আগস্ট মধ্যরাতে মেল পাঠিয়ে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে এই কথা জানিয়ে দেয় ফিফা। এর ফলে বিরাট সমস্যায় ভারতীয় ফুটবল।

এক নজরে দেখে নেওয়া যাক কী কী সমস্যায় পড়তে হতে পারে ভারতীয় ফুটবলকে,

১) সরে যেতে পারে মহিলা অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। ফিফার এই ব্যানের জেরে অনুর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ আপাতত আয়োজন করতে পারছে না ভারত। এমনটাই ফিফার তরফ থেকে পাঠান চিঠিতে বলা হয়েছে। ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা মহিলাদের যুব বিশ্বকাপ। তবে এই পরিস্থিতিতে তা সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

২) বন্ধ হবে আন্তর্জাতিক ম্যাচ।  ফিফা ব্যান করলে ফুটবল সংক্রান্ত সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ পড়বে ভারত। অর্থাৎ, এশিয়ান কাপ খেলতে পারবেন না সুনীল ছেত্রীরা। এছাড়াও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না ভারতীয় দল। যার ফলে নীল জার্সিতে আপাতত আর দেখা যাবে না সুনীল ছেত্রীদের।

৩) ট্রান্সফার সমস্যা। ফিফা ভারতীয় ফুটবলকে ব্যান করায় সমস্যায় পড়বেন এখানে খেলতে আসা বিদেশি ফুটবলাররা। কারণ ট্রান্সফার বন্ধ থাকবে। যে সমস্ত বিদেশি ফুটবলার এখানে বিভিন্ন ক্লাবে খেলছেন তাঁরাও এনওসি নিয়ে অন্য কোনও ক্লাবে সই করতে পারবেন না। অন্য দেশ বা নিজের দেশের লিগেও খেলতে পারবেন না তাঁরা। ফলে তাঁদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বর্তমানে ভারতের মহিলা দলের অনেক ফুটবলার বিদেশে খেলছেন। তাঁরাও একই ভাবে সমস্যায় পড়তে পারেন। নতুন করে কোনও ফুটবলার সই করাতে পারবে না ভারতের কোনও ক্লাব। সে তিনি স্বদেশী হন বা বিদেশি।

৪) এএফসি কাপে খেলা হচ্ছে না এটিকে মোহনবাগানের। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে  নির্বাসিত করেছে ফিফা। এর ফলেই মোহনবাগানের আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলা সম্ভব হচ্ছে না। ৭ সেপ্টেম্বর যুবভারতীতে আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল খেলার কথা ছিল এটিকে মোহনবাগানের।

৫) ভারতীয় ফুটবলের র‍্যাঙ্ক ফের শূন্য থেকে শুরু হবে।

যদিও ঘরোয়া লিগ করতে সমস্যা হবে না। ডুরান্ড কাপ, কলকাতা লিগ বা আইএসএল টুর্নামেন্ট আয়োজন করতে পারবে ভারতীয় ফুটবল ফেডারেশন। বাধা থাকবে না আই লিগ আয়োজনের ক্ষেত্রেও।

আরও পড়ুন:তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, অনির্দিষ্টকালের জন‍্য AIFF-কে নির্বাসিত করল FIFA

 

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...