Thursday, August 28, 2025

উপত্যকায় পুলিশের অস্ত্র কেড়ে পালানোর চেষ্টা, পালটা গুলিতে খতম জঙ্গি

Date:

Share post:

পুলিশের(Police) কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করছিল জঙ্গি(Terrorist)। তবে পালানোর আগেই নিরাপত্তাবাহিনীর পালটা গুলিতে ভবলীলা সাঙ্গ হল এক লস্কর জঙ্গির। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) টোফ গ্রামে। মৃত ওই জঙ্গির নাম মহম্মদ আলি হুসেন।

জানা গিয়েছে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাচার হচ্ছে এমন খবর এসেছিল পুলিশের কাছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য আগে থেকেই পুলিশি হেফাজতে থাকা লস্কর জঙ্গি মহম্মদ আলি হুসেনকে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় যায় পুলিশ। ওই জায়গা থেকেই মাটিতে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার উদ্ধারও করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় ছিল একটি একে-৪৭ রাইফেল, দু’টি পিস্তল, গ্রেনেড-সহ বেশ কিছু অস্ত্র। এই ঘটনার পরই একজন পুলিশের থেকে রাইফেল কেড়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি। এবং গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে। এই ঘটনায় জঙ্গির ছোঁড়া গুলিতে আহত হন এক পুলিশকর্মী। পালটা গুলি চালায় পুলিশ। নিরাপত্তাবাহিনীর গুলিতে গুরুতর জখম হয় মহম্মদ। দু’জনকেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই জঙ্গির।

কাশ্মীর পুলিশের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, নির্দিষ্ট জায়গায় পাক ড্রোন মারফত অস্ত্র আসার খবর পেয়েই লস্কর জঙ্গিকে নিয়ে ওই স্থানে যাওয়ার পরিকল্পনা করা হয়। সেখানে মাটির নীচে পুঁতে রাখা অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরেই আচমকা গুলি চালায় ওই জঙ্গি। পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গুরুতর আঘাতের ফলেই মৃত্যু হয় মহম্মদের।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...