Monday, November 10, 2025

ঝাড়খণ্ড বিধায়কের থেকে টাকা উদ্ধারের ঘটনায় অসমের ব্যবসায়ীকে তলব সিআইডির

Date:

Share post:

ঝাড়খণ্ডের(Jharkhand) বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এবার অসমের(Assam) ব্যবসায়ীকে তলক করল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি(CID)। শনিবার বিকেল ৪ টেয় ভবানী ভবনে তলব করা হয়েছে অশোক ধনুকা(Ashok Dhanuka) নামের ওই ব্যবসায়ীকে। তদন্তকারীদের অনুমান গোটা ঘটনায় সরাসরি যগ রয়েছে ওই ব্যবসায়ীর।

জানা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী অশোক। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীর গুয়াহাটির বাড়িতে নোটিশ দিতে গিয়েছিল সিআইডি। যদিও অসম পুলিশের তরফে সে কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এবং নোটিশ পাঠালেও হাজিরা দেননি ওই ব্যবসায়ী। পরে দ্বিতীয় দফায় ফের নোটিশ দেওয়া হয় তাঁকে এবং শনিবার বিকেল ৪ টেয় হাজিরার জন্য বলা হয়। যদিও ভবানী ভবনে ওই ব্যবসায়ী আজ হাজিরা দেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তদন্তকারীদের অনুমান, ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে সরাসরি যোগসাজশ রয়েছে অশোক ধানুকার। বিধায়কদের থেকে যে টাকা পাওয়া গিয়েছিল তা ওই ব্যবসায়ীর থেকেই কোনও ভাবে তাঁদের কাছে পৌঁছেছিল কিনা এবং গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা রয়েছে, সে সবই জানতে চায় সিআইডি। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রথমে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে আটক ও পরে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ৩ বিধায়ক ছিলেন, রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি। ওই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উৎস জানতে তদন্তে নামে রাজ্যের গোয়েন্দারা। তাঁদের দাবি, নগদ অর্থের কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা বলে দাবি পুলিশের। তদন্তে এরপরেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সিআইডি-র দাবি, ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন গুয়াহাটির ব্যবসায়ী অশোক ধানুকা।

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...