Tuesday, August 26, 2025

আগামিকাল পুজোর মহামিছিল: প্রস্তুতি চূড়ান্ত, একনজরে যাত্রাপথ

Date:

Share post:

ইউনেস্কো (UNESCO) বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের মর্যাদা দিয়েছে। সেই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে পয়লা সেপ্টেম্বর শহরজুড়ে হবে মহামিছিল। বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মহামিছিলে পা মেলাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা, কলকাতার সমস্ত দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা, থিমশিল্পী, প্রতিমা শিল্পী, আবহশিল্পী, পড়ুয়া এবং সাংস্কৃতিক কর্মীরা। দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত মিছিল ও অনুষ্ঠানের সময় ধরা হয়েছে।

মিছিলের পথ
• দুপুর ২ টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে শুরু হবে মহামিছিল।
• শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী।
• রানি রাসমণি রোড হয়ে মহামিছিল শেষ হবে রেড রোডে।
• জোড়াসাঁকো থেকে রেড রোড প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তা।
• দুর্গাপুজেোর আবহে সাজানো হচ্ছে রেড রোডকে।
• জোড়াসাঁকো থেকে রেড রোড রাস্তার দুধার সাজিয়ে তোলা হচ্ছে।
• যাত্রাপথের দুই ধারে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বর্ধমানে বামেদের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার: পুলিশকে মার, সরকারি সম্পত্তি নষ্ট

নিরাপত্তা ব্যবস্থা
মহামিছিলের আয়োজনে লালবাজারে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।
 পুলিশি ব্যবস্থাকে ৩টি স্তরে ভাগ করা হয়েছে – জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং রেড রোড। সামগ্রিক দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন।
 ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার ওই ৩টি জোনের দায়িত্বে থাকবেন।
 প্রতিটি জোনে ১ হাজার করে মোট ৩ হাজার পুলিসকর্মী থাকবেন।
 রাস্তায় থাকবেন ২২ জন DC এবং ৪০ জন AC।
 ডোরিনা ক্রসিং এবং গিরীশ পার্কে থাকবে ৫০টি পুলিস পিকেট।
 মিছিলে থাকবে কলকাতা পুলিশের মহিলা বাহিনী ‘উইনার্স’কে।
 থাকবে কুইক রেসপন্স টিম।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন যানজট ঠেকাতে বৃহস্পতি সরকারি স্কুল, কলেজ, অফিস বেলা ১টা তেই ছুটি হয়ে যাবে। বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশও। ২১টি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধু যান চলাচলই নয়, পার্কিং পর্যন্ত বন্ধ করা হচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তার হাওড়াগামী দিক খোলা থাকবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড ও আচার্য জগদীশচন্দ্র বসু রোডের একাংশ খোলা থাকবে, যাতে শিয়ালদহগামী গাড়ি চলাচল করে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ থাকবে।

রেড রোডে ইউনেস্কোর প্রতিনিধিদের সম্মানিত করবে রাজ্য সরকার। হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। রেড রোডের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেত্রী শুভশ্রী। থাকবেন লোকশিল্পীরাও। পুজো উপলক্ষ্যে এক ঐতিহাসিক বর্ণাঢ্য মহামিছিলের সাক্ষী হতে চলেছে কলকাতা।

 

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...