Thursday, August 21, 2025

কেন্দ্রের অনুমোদনেই বিলকিসের ধর্ষকদের মুক্তি ডাবল ইঞ্জিন গুজরাতে, আইনজীবীর চাঞ্চল্যকর দাবি

Date:

Share post:

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশে। যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ৭৫তম দিবসে নারী সুরক্ষা-নারী সম্মানের কথা বলছেন, যেখানে অপরাধ-দুর্নীতি নিয়ে “জিরো টলারেন্স নীতি” মুখে বলছেন, সেখানে কীভাবে তাঁর রাজ্যের অপরাধীরা মুক্তি পেয়ে গেল, তা নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি। দেশজুড়ে সরব বিরোধীরা।

এমন পৈশাচিক অপরাধীদের কোন আইনে মুক্তি? এই মুক্তি কি আদৌ আইন মেনে হয়েছে? এমন সব প্রশ্ন গুজরাত সরকারের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। তারই মাঝে এক ধর্ষকদের আইনজীবীর চাঞ্চল্যকর দাবিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিলকিস ধর্ষণে যুক্ত ও বর্তমানে মুক্ত এক অপরাধীর আইনজীবী ঋষি মালহোত্রা দাবি করেন, ওই বন্দিদের মুক্তি দেওয়ার আগে কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়েছিল গুজরাত সরকার। এমন মন্তব্য তোলপাড় গোটা দেশ।

তুমুল বিতর্ক তৈরি হলেও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তারই মাঝে ওই আইনজীবী জানান, এই ধরনের কোনও পদক্ষেপের আগে সংশ্লিষ্ট রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অনুমতি চাওয়া হয়। অনুমতি পেয়ে গেলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এক্ষেত্রেও সেটাই হয়েছে। ফলে শুধু গুজরাত সরকার নয়, বিলকিসের ধর্ষকদের মুক্তির পিছনে কেন্দ্রের মোদি সরকারের অবদান যে রয়েছে সেটা পরিষ্কার ও আইনজীবীর মন্তব্য থেকে।

উল্লেখ্য, ২০০২ সালে গোটা গুজরাত জুড়ে সাম্প্রদায়িক হিংসার সময় ২১ বছর বয়সি তরুণী বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। তখন গর্ভবতী ছিলেন বিলকিস। তাঁর তিন সন্তানকেও হত্যা করা হয়। এরপর এই ঘটনায় যুক্ত অভিযুক্ত ১১জনের ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। কিন্তু হঠাৎ তাদের মুক্তি দিয়ে দেয় ডাবল ইঞ্জিন গুজরাত সরকার। আর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি।

আরও পড়ুন:আজ ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তির উদ্বোধন করবেন মোদি, “কর্তব্য পথ”র আনুষ্ঠানিক ঘোষণাও

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...