এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত

১১ সেপ্টেম্বর ২০২২ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা।

এশিয়া কাপ (Asia Cup) থেকে বিদায় হয়ে গেল ভারতের (India)। বুধবার টান টান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে (Afghanistan) ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে যায় পাকিস্তান (Pakistan)। যার ফলে প্রতিযোগিতায় বিদায় নিশ্চিত হয়ে গেল রোহিত শর্মা, বিরাট কোহলিদের।

বুধবার টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে যায় পাকিস্তান। আফগানদের ছয় উইকেটে ১২৯ রানের জবাবে বাবর আজমের দল ১৯.২ ওভারে ৯ উইকেটে ১৩১ রান তুলে ফেলে। ৪ বল বাকি থাকতে ১ উইকেটে পাকিস্তান ম্যাচ জিতে যাওয়ায় বুধবার ছিটকে যেতে হল ভারত এবং আফগানিস্তান-দুই দলকেই।

১১ সেপ্টেম্বর ২০২২ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। এদিকে আজ অর্থাৎ বৃহস্পতিবার নিয়মরক্ষার ম‍্যাচে নামতে চলেছে ভারত। টিম ইন্ডিয়ার মুখোমুখি আফগানিস্তান। ৯ তারিখ অপর ম‍্যাচে নামবে শ্রীলঙ্কা-পাকিস্তান। যে ম‍্যাচ নেহাৎই নিয়মরক্ষার হয়ে গেল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Previous articleকেন্দ্রের অনুমোদনেই বিলকিসের ধর্ষকদের মুক্তি ডাবল ইঞ্জিন গুজরাতে, আইনজীবীর চাঞ্চল্যকর দাবি
Next articleঅনুব্রত জেলে, এবার দেখব কার কত কব্জির জোর!” বীরভূমে উস্কানিমূলক বক্তব্য দিলীপের