Tuesday, August 26, 2025

বিজেপির নবান্ন অভিযানের খরচ প্রায় ১২ কোটি: কাঞ্চনমূল্যে কর্মসূচি সফল করার উদ্যোগ!

Date:

Share post:

নবান্ন অভিযান নিয়ে নিজেরাই সন্ধিহান গেরুয়া শিবির। সেই কারণে কাঞ্চনমূল্যে কর্মসূচি সফল করার উদ্যোগ নিয়েছে তারা! প্রায় ১২ কোটি টাকা খরচ করছে রাজ্যর বিজেপি। রাজ্যক বিজেপির সূত্রে খবর, এটাকে রাজসূয় যজ্ঞ বললেও কম বলা হবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনে হালে পানি না পেয়ে এবার শুধু ভেসে থাকার চেষ্টা করছে বিজেপি (BJP)। আর তা করতে নাকি জলের মতো টাকা খরচ করতেও পিছপা হচ্ছে না গেরুয়া শিবির। একটি কর্মসূচির জন্য এত বিপুল টাকা খরচ করা নিয়ে বিজেপির অন্দরেই মতবিরোধ দেখা দিয়েছে।

অভিযানের দায়িত্বে থাকা এক বিজেপি নেতা বলছেন, এই অভিযানকে সফল করে তুলতে সবমিলিয়ে ১১ কোটি ৭ লক্ষ টাকা খরচ হচ্ছে। প্রাথমিক ভাবে এমনই হিসেব করা হয়েছে। তবে খরচ আরও বাড়তে পারে। নবান্ন (Nabanna) অভিযানে কর্মী-সমর্থকদের আনার জন্য মোট সাতটা ট্রেন (Train) ভাড়া করা হয়েছে। ভাড়া করতে খরচ ২.৮৪ কোটি টাকা। অভিযানের দিন কর্মীদের খাবার খরচ ২.১৭ কোটি টাকা। প্রচুর বাস (Bus) ভাড়া করা হচ্ছে। বাস-ট্রাক ইত্যাছদি গাড়ি ভাড়া বাবদ ১.৯২ কোটি। এর সঙ্গে আছে নেতাদের জন্য বিলাসবহুল গাড়ি। সোমবার রাতে খাওয়া, থাকা ও পোস্টার-ব্যা নার বাবদ খরচ যথাক্রমে ৭৩ লক্ষ, ৬৭ লক্ষ ও ৪০ লক্ষ টাকা। যারা আনুমানিক মূল্য ২ কোটি টাকার উপর।

সপ্তাহ দুয়েক আগেই রাজারহাটের বৈদিক ভিলেজে প্রায় তিন কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ শিবির করা হল। নিট ফল শূন্য। তারপরই ফের নবান্ন অভিযান। দলের একাংশ বলছে, একে তো প্রতিদিনই রাজ্যে দলের সমর্থন কমছে। কর্মীই খুঁজে পাওয়া যায় না। সেখানে এই বিপুল পরিমাণ টাকা খরচ করার যুক্তি কী!

উত্তরবঙ্গ থেকে ১৫ থেকে ২০ হাজার লোক আনার টার্গেট। তার জন্যও ট্রেন ভাড়া করা হয়েছে। কলকাতার আশপাশ থেকেও লোকজনের আসবেন বাস, ট্রাক, ম্যাটাডোরে। তাছাড়াও সোমবার রাত থেকে নিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত কর্মী-সমর্থকদের থাকা ও খাওয়ার এলাহি আয়োজন করতেও বিরাট অঙ্কের টাকা খরচ করা হচ্ছে। নিশ্চিত ফ্লপ শো-কে হিট করাতে চেষ্টার ত্রুটি রাখছে না বঙ্গ বিজেপি।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...