প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মা কালীর ছবি উপহার লকেটের

বঙ্গে নবান্ন অভিযানের প্রাক্কালে গত সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(locket Chatterjee)। সেই সাক্ষাতে দেশের প্রধানমন্ত্রী কে দক্ষিণেশ্বরের মা কালীর ছবি উপহার দিলেন হুগলির সাংসদ। রাজ্য রাজনীতি নিয়ে দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেন লকেট।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চিত্রশিল্পী পরেশ মাইতিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন লকেট। পরেশ তাঁর নিজের আঁকা একটি ছবি প্রধানমন্ত্রী মোদিকে উপহার দেন। পাশাপাশি লকেটে এদিন প্রধানমন্ত্রীকে দক্ষিণেশ্বরের একটি কালী মূর্তির ছবি উপহার দেন। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, কালী মূর্তির ছবি পেয়ে খুশি হয়েছেন মোদি। এদিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা টুইট করে জানান খোদ নেত্রী। টুইটে লকেট লেখেন, “বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী পরেশ মাইতি প্রধানমন্ত্রী মোদিজিকে তাঁর বাসভবনে নিজের আঁকা একটি ছবি প্রদান করলেন। আমিও দেবীপক্ষের শুরু হওয়ার প্রাক্কালে মোদিজিকে মা ভবতারিণীর একটি ছবি প্রদান করলাম। বাঙালি সংস্কৃতিকে মোদিজি সর্বদাই প্রাধান্য দিয়ে এসেছেন।ধন্যবাদ মোদিজিকে।”

পাশাপাশি বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমের কাছে লকেট চট্টোপাধ্যায় জানান, বাংলায় লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলা ও বাঙালি সংস্কৃতির দিকে থেকে এগিয়ে। সেই বিষয়টিকেই বেশি করে সামনে নিয়ে আসতে হবে গেরুয়া শিবিরের প্রচারে।সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত যাঁরা তাঁদেরকে সামনে আনতে হবে। লকেটের বক্তব্য থেকে স্পষ্ট, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে বঙ্গ বিজেপির সংযোগ স্থাপন হোক, এমনটাই চাইছেন মোদি।