Friday, December 26, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মা কালীর ছবি উপহার লকেটের

Date:

Share post:

বঙ্গে নবান্ন অভিযানের প্রাক্কালে গত সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(locket Chatterjee)। সেই সাক্ষাতে দেশের প্রধানমন্ত্রী কে দক্ষিণেশ্বরের মা কালীর ছবি উপহার দিলেন হুগলির সাংসদ। রাজ্য রাজনীতি নিয়ে দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেন লকেট।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চিত্রশিল্পী পরেশ মাইতিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন লকেট। পরেশ তাঁর নিজের আঁকা একটি ছবি প্রধানমন্ত্রী মোদিকে উপহার দেন। পাশাপাশি লকেটে এদিন প্রধানমন্ত্রীকে দক্ষিণেশ্বরের একটি কালী মূর্তির ছবি উপহার দেন। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, কালী মূর্তির ছবি পেয়ে খুশি হয়েছেন মোদি। এদিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা টুইট করে জানান খোদ নেত্রী। টুইটে লকেট লেখেন, “বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী পরেশ মাইতি প্রধানমন্ত্রী মোদিজিকে তাঁর বাসভবনে নিজের আঁকা একটি ছবি প্রদান করলেন। আমিও দেবীপক্ষের শুরু হওয়ার প্রাক্কালে মোদিজিকে মা ভবতারিণীর একটি ছবি প্রদান করলাম। বাঙালি সংস্কৃতিকে মোদিজি সর্বদাই প্রাধান্য দিয়ে এসেছেন।ধন্যবাদ মোদিজিকে।”

পাশাপাশি বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমের কাছে লকেট চট্টোপাধ্যায় জানান, বাংলায় লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলা ও বাঙালি সংস্কৃতির দিকে থেকে এগিয়ে। সেই বিষয়টিকেই বেশি করে সামনে নিয়ে আসতে হবে গেরুয়া শিবিরের প্রচারে।সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত যাঁরা তাঁদেরকে সামনে আনতে হবে। লকেটের বক্তব্য থেকে স্পষ্ট, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে বঙ্গ বিজেপির সংযোগ স্থাপন হোক, এমনটাই চাইছেন মোদি।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...