তাপস রায়, মদন মিত্রের পর ফের এক তৃণমূল বিধায়ক রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন। হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রবল আনুগত্য রয়েছে সমীর পাঁজার পোস্টে।

উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেন লেখেন, “হ্যাঁ আমার এই মহান নেত্রীটা আছে বলেই, আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড়ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে।”
তাঁর আরও সংযোজন, “আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভাল সেজে, একটা মেকি লিডার হতে চাই না আমি। নাহলে কবেই টাটা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে, তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে…? তাই আর কি, আমার যাওয়ার সময় হল, দাও বিদায়!”

আরও পড়ুন:India -Pakistan: রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে উপযুক্ত জবাব ভারতের
