হলে বসে সিনেমা দেখতে রেকর্ড ভিড়! গত সেপ্টেম্বরের ২৩ তারিখ ছিল জাতীয় সিনেমা দিবস। আর সেইদিন রেকর্ড সংখ্যক মানুষ হলে গিয়ে সিনেমা দেখলেন। যার সংখ্যাটা আনুমানিক ৬৫ লক্ষ।

২৩ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার দেশজুড়ে পালিত হয়েছে ‘জাতীয় সিনেমা দিবস’ (National Cinema Day)। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করতে শুক্রবার ভারতে ৪,০০০-এরও বেশি মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে টিকিটের দামে ঘোষণা করা হয়েছিল বিশেষ ছাড়। টিকিট মিলেছিল মাত্র ৭৫ টাকায়।

আর এই বিশাল ছাড়ে সিনেমা দেখতে প্রায় ৬৫ লক্ষ সিনেমাপ্রেমী মানুষ হাজির হলেন তাঁদের বাড়ির কাছের প্রেক্ষাগৃহে। এরপর গতকাল রাতেই মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে টুইটারে একটি পোস্ট করে বলা হয়, এই বছরে সবথেকে বেশি সিনেমাহলে দর্শক সমাগম হয়েছে এই দিনেই। আর যার ফলে লাভের অঙ্কও কয়েকগুণ বেড়েছে প্রেক্ষাগৃহগুলিতে। হিসাব করে দেখা গেছে, ৬৫ লক্ষ দর্শকের উপস্থিতিতে একদিনে প্রায় সর্বমোট ৫০ কোটি টাকা উপার্জন হয়েছে।

আরও পড়ুন- চিনে প্রেসিডেন্টের গৃহবন্দি হওয়ার গুজব! বাতিল ৬০ শতাংশের বেশি বিমান

