Sunday, August 24, 2025

আবগারি দুর্নীতি মামলা, মনীশ সিসোদিয়া ঘনিষ্ঠকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

এবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ঘনিষ্ঠকে গ্রেফতার করল সিবিআই। যা নিয়ে তোলপাড় রাজধানী। জানা গিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় মনীশ সিসোদিয়া ঘনিষ্ঠ ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। ধৃত ব্যবসায়ীর নাম বিজয় নায়ার। তিনি ওনলি মাচ লাউডার নামের একটি কোম্পানির প্রাক্তন সিইও । আবগারি মামলায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক সরকারি আধিকারিককে ঘুষ দেওয়ারও অভিযোগ রয়েছে বিজয় নায়ারের বিরুদ্ধে। এই গ্রেফতারি নিয়ে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি মনীশ সিসোদিয়া বা আপ নেতাদের।

আরও পড়ুন:মনীশ সিসোদিয়ার ব্যাঙ্ক লকার খুলে হতাশ CBI, দেখা মিললো মাত্র ৭০হাজার টাকার গয়না!

প্রসঙ্গত, দেশজুড়ে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আপ শাসিত দিল্লিতেও আবগারি লাইসেন্স সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে সিবিআই। এর আগে দিল্লি সরকারের সেকন্ড ইন কমান্ড মনীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। যদিও তাঁর কাছ থেকে সেভাবে কিছু পাওয়া যায়নি। অন্যদিকে, গ্রেফতারির পর এখনও জেলবন্দি আপ সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

জানা যাচ্ছে, ২০১৪ সাল থেকেই আম আদমি পার্টি নেতাদের ঘনিষ্ঠ বিজয় নায়ার। আপের হয়ে দলের প্রচুর অনুদান সংগ্রহ করেছেন তিনি। দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যবসায়ী আপের মিডিয়া নীতিও পরিচালনা করতেন।

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...