Saturday, November 1, 2025

এবার দলের অন্দরে মুখ পুড়ল অধীরের, প্রদেশ যুব সভাপতি নির্বাচনে হার তাঁর প্রার্থীর

Date:

Share post:

দলের অন্দরে ফের একবার মুখ পুড়ল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। প্রদেশ যুব কংগ্রেসের নির্বাচনে হেরে গেলেন অধীর ঘনিষ্ঠ বলে পরিচিত প্রার্থী বহরমপুরের শাহিনা জাভেদ। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নতুন হচ্ছেন বর্ধমানের আজাহার মল্লিক। এই আজহার আবার প্রয়াত নেতা সোমেন মিত্র অনুগামীদের ঘনিষ্ঠ।

চিরকাইল যুব সভাপতি নির্বাচনকে কেন্দ্র চরম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্দরে। বাংলার বুকে কংগ্রেস এখন কার্যত সাইন বোর্ড। তাই যুব সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে নতুন ভাবে আর প্রকাশ্য দ্বন্দ্ব চায়নি শীর্ষ নেতৃত্ব। এবারে যুব কংগ্রেস নির্বাচন হয় অনলাইনে। গত জুন মাসে ভোটগ্রহণ শুরু হয়। আজ, শনিবার সেই ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ৩৯ হাজার ১২১টি ভোট পেয়ে প্রথম হয়েছেন বর্ধমানের আজাহার। আর শাহিনা পেয়েছেন ৩১ হাজারের সামান্য কিছু বেশি ভোট। প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে অধীরের প্রার্থীকে হারিয়ে প্রদেশ যুব সভাপতি পদের দখল নিল আজহার।

অথচ, যুব সভাপতি পদে নিজের প্রার্থীকে জেতাতে সমস্ত ক্ষমতা লাগিয়ে দিয়েছিলেন অধীর চৌধুরী। তিনি কারচুপির আশ্রয় নিয়ে ছিলেন বলেও অভিযোগ বিরোধী শিবিরের নেতাদের। ভিন রাজ্যের ছেলে-মেয়েদের অনৈতিকভাবে সদস্য করিয়ে ছিলেন অধীর। কিন্ত তাতেও শেষরক্ষা হয়নি। আর প্রদেশ যুব সভাপতির নির্বাচনে অধীরের প্রার্থী হেরে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। নামে প্রদেশ সভাপতি বা রাজ্য নেতা হলেও মূলত তিনি জেলার নেতা। তিনি চিরকাল মুর্শিদাবাদকেন্দ্রিক নেতা বলেই দলের অন্দরে বদনাম আছে তাঁর। বাকি জেলার দিকে কোনওদিন সেভাবে নজর দেন না অধীর। এবারও যুব সভাপতি পদে তাঁর প্রার্থী ছিল বহরমপুর থেকে। সবমিলিয়ে যুব সভাপতি পদে অধীরের প্রার্থীর পরাজয় ইঙ্গিত দিচ্ছে, প্রদেশ কংগ্রেসে গুরুত্ব হারাচ্ছেন তিনি।

আরও পড়ুন:গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমালো না কেন্দ্র, বাণিজ্যিক সিলিন্ডারে সামান্য ছাড়

spot_img

Related articles

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...