Thursday, August 28, 2025

এবার দলের অন্দরে মুখ পুড়ল অধীরের, প্রদেশ যুব সভাপতি নির্বাচনে হার তাঁর প্রার্থীর

Date:

Share post:

দলের অন্দরে ফের একবার মুখ পুড়ল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। প্রদেশ যুব কংগ্রেসের নির্বাচনে হেরে গেলেন অধীর ঘনিষ্ঠ বলে পরিচিত প্রার্থী বহরমপুরের শাহিনা জাভেদ। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নতুন হচ্ছেন বর্ধমানের আজাহার মল্লিক। এই আজহার আবার প্রয়াত নেতা সোমেন মিত্র অনুগামীদের ঘনিষ্ঠ।

চিরকাইল যুব সভাপতি নির্বাচনকে কেন্দ্র চরম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্দরে। বাংলার বুকে কংগ্রেস এখন কার্যত সাইন বোর্ড। তাই যুব সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে নতুন ভাবে আর প্রকাশ্য দ্বন্দ্ব চায়নি শীর্ষ নেতৃত্ব। এবারে যুব কংগ্রেস নির্বাচন হয় অনলাইনে। গত জুন মাসে ভোটগ্রহণ শুরু হয়। আজ, শনিবার সেই ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ৩৯ হাজার ১২১টি ভোট পেয়ে প্রথম হয়েছেন বর্ধমানের আজাহার। আর শাহিনা পেয়েছেন ৩১ হাজারের সামান্য কিছু বেশি ভোট। প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে অধীরের প্রার্থীকে হারিয়ে প্রদেশ যুব সভাপতি পদের দখল নিল আজহার।

অথচ, যুব সভাপতি পদে নিজের প্রার্থীকে জেতাতে সমস্ত ক্ষমতা লাগিয়ে দিয়েছিলেন অধীর চৌধুরী। তিনি কারচুপির আশ্রয় নিয়ে ছিলেন বলেও অভিযোগ বিরোধী শিবিরের নেতাদের। ভিন রাজ্যের ছেলে-মেয়েদের অনৈতিকভাবে সদস্য করিয়ে ছিলেন অধীর। কিন্ত তাতেও শেষরক্ষা হয়নি। আর প্রদেশ যুব সভাপতির নির্বাচনে অধীরের প্রার্থী হেরে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। নামে প্রদেশ সভাপতি বা রাজ্য নেতা হলেও মূলত তিনি জেলার নেতা। তিনি চিরকাল মুর্শিদাবাদকেন্দ্রিক নেতা বলেই দলের অন্দরে বদনাম আছে তাঁর। বাকি জেলার দিকে কোনওদিন সেভাবে নজর দেন না অধীর। এবারও যুব সভাপতি পদে তাঁর প্রার্থী ছিল বহরমপুর থেকে। সবমিলিয়ে যুব সভাপতি পদে অধীরের প্রার্থীর পরাজয় ইঙ্গিত দিচ্ছে, প্রদেশ কংগ্রেসে গুরুত্ব হারাচ্ছেন তিনি।

আরও পড়ুন:গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমালো না কেন্দ্র, বাণিজ্যিক সিলিন্ডারে সামান্য ছাড়

spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...