দুর্গাপুজোর মধ্যেই বড়সড় উপহার পেল দুবাইয়ে বসবাসকারী হিন্দুরা। মঙ্গলবার থেকেই খুলছে আবুধাবিতে (Abu Dhabi) তৈরি আমিরশাহীর (UAE) প্রথম হিন্দু মন্দির। পাকিস্তান (Pakistan) এবং চিনকে (China) কূটনৈতিকভাবে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সদা সচেষ্ট ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও (S Jaishankar) পরিদর্শন করে এসেছেন আবুধাবির মন্দিরটি।

On the eve of #Dussehra the grand new Hindu temple in #Dubai is set to get its grand opening today, fulfilling a decades-long Indian dream!#JaiShreeRam 🚩🙏 pic.twitter.com/i9NKBXE3iH
— P!YU$H S (@SpeaksKshatriya) October 4, 2022
মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি লোহা। বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছে আবুধাবির এই মন্দিরটি। বিশাল এই মন্দিরে রয়েছে ১৬ টি হিন্দু দেবদেবীর মূর্তি। ৯ দিনের বিশেষ পূজাপাঠের মাধ্যমে প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে মূর্তিগুলির। এমনকি অগাস্টের শেষদিকে প্রতিষ্ঠা করা হয়েছে শিখদের ধর্মগ্রন্থ ‘গ্রন্থসাহেব’ও (Granth Sahib)। আরব আমিরশাহীতে বসবাস করেন প্রায় ৩০ লক্ষ ভারতীয়।
Some more images of the exclusive Hindu temple from Dubai 🛕 pic.twitter.com/OkT9inWMn9
— P!YU$H S (@SpeaksKshatriya) October 4, 2022
স্বভাবতই সংযুক্ত আরব আমিরশাহী সরকারের এই সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি। মন্দিরটি তৈরি করতে লেগেছে প্রায় ২২৫০ টন পাথর। প্রায় ৫৫ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এই বিশাল মন্দির। জেবেল আলি (Jebel Ali) গ্রামে তৈরি হয়েছে এটি। তবে শুধু এই হিন্দু মন্দির নয়, এর আগেও জেবেল গ্রামে তৈরি হয়েছে একাধিক গির্জা।

On the eve of #Dussehra the grand new Hindu temple in #Dubai is set to get its grand opening today, fulfilling a decades-long Indian dream!#JaiShreeRam 🚩🙏 pic.twitter.com/i9NKBXE3iH
— P!YU$H S (@SpeaksKshatriya) October 4, 2022
আরও পড়ুন:সবচেয়ে কমদামে ল্যাপটপ, বাজার ধরতে ফের ময়দানে জিও
