Tuesday, November 11, 2025

এটিকে সরাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল মোহনবাগান

Date:

Share post:

মোহনবাগান নামের আগে থেকে ‘এটিকে’ শব্দ সরাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল ক্লাব। সোমবার ছিল ক্লাবের কর্মসমিতির বৈঠক। সেখানেই নতুন কমিটি গড়া হয়। এটিকে সরানোর প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, তার জন্য সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করবেন কমিটির সদস্যরা। সচিব দেবাশিস দত্ত ছাড়াও কমিটির বাকি চার সদস্য হলেন ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, কর্মসমিতিতে থাকা দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং  বিচারপতি অসীম রায়। এটিকে সরানোর প্রক্রিয়ায় আইনি জট কাটাতে বিচারপতি অসীম রায়ের পরামর্শ নেবেন কমিটির সদস্যরা।

একই সঙ্গে ‘রিমুভ এটিকে’ নিয়ে আন্দোলনরত কতিপয় সদস্য-সমর্থকের অভব্য আচরণ নিয়ে এদিনের বৈঠকে নিন্দা প্রস্তাব আনা হয় কমিটির সদস্যদের তরফে। সহসভাপতি কুণাল ঘোষের প্রস্তাব মেনে বিষয়টি নিয়ে তদন্ত করে পদক্ষেপ করার জন্য ক্লাবের শৃঙ্খলারক্ষা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। ক্লাবের সম্মানহানি আটকাতে গঠনতন্ত্র মেনে আইন মোতাবেক ব্যবস্থা নেবে শৃঙ্খলারক্ষা কমিটি। সিদ্ধান্ত হয়, এটিকে সরানোর নামে অসংসদীয় আচরণ বরদাস্ত করা হবে না এবং কোনওভাবেই ক্লাবের সম্মান ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। গুটিকয়েক সদস্য সমর্থকের আচরণের তীব্র নিন্দা করেন কমিটির প্রতিটি সদস্য।

কর্মসমিতির বৈঠক শেষে সহসভাপতি কুণাল ঘোষ বলেন, ‘‘সঞ্জীব গোয়েঙ্কা সবসময় স্বাগত। উনি বাংলার গর্ব। সব থেকে বড় কথা, উনি নিজে আদ্যন্ত মোহনবাগানী। তিনি এগিয়ে না এলে হয়তো ক্লাবের আইএসএল খেলাটাও হত না। কিন্তু ‘এটিকে’ শব্দটা নিয়ে যে আবেগ কাজ করছে, ‘এটিকে’র বদলে অন্য কোনও শব্দ এলে ভাল হয়, সে বিষয়ে যথাযথ আলোচনা এদিনের বৈঠকে হয়েছে এবং আলোচনায় গতি আনতে কিছু পদক্ষেপ নিয়েছে ক্লাব।’’ এদিকে, ক্লাবের বার্ষিক সাধারণ সভা ১০ ডিসেম্বর। নতুন ক্রিকেট সচিব হলেন তন্ময় চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের জন‍্য দল ঘোষণা করল বিসিসিআই

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...