Thursday, November 13, 2025

ডানলপের পরে শ্যামনগর, ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বুকে জোড়া অগ্নিকান্ডের (Fire Incident)ঘটনা। প্রথমে ডানলপের (Dunlop)বহুতলে, তারপরে শ্যামনগরের (Shyamnagar)ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন। দমকল (Fire department) সূত্রে খবর, বুধবার বেলার দিকে এক্সাইড কারখানার গুদামে আগুন লাগে। জানা যাচ্ছে ওই গুদামে ব্যাটারির খোল তৈরির জিনিসপত্র রাখা ছিল। দাহ্য পদার্থ থাকায় নিমেষে আগুন (Fire)ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা। তিন দিক দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

এদিন বরানগর ডানলপ মোড়ে এক বেসরকারি ব্যাংকে হঠাৎই আগুন লাগে। আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। পার্শ্ববর্তী এলাকায় বহু দোকানপাট রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। যখন ডানলপের আগুন নেভাতে ব্যস্ত দমকল, তখনই খবর আসে শ্যামনগরের একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের। আগুন লাগার পর মুহূর্তে তা গ্রাস করে গোটা কারখানা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন দমকলকর্মীরা। আগুনের উৎস খুঁজে সেখানে জল দেওয়ার পরই পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। কী কারণে এই আগুন লাগল তা জানার চেষ্টা চালানো হচ্ছে। সেইসঙ্গে কারখানায় অগ্নিনির্বাপক কোনও ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখবে দমকল ও পুলিশ। স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামনগরের ব্যাটারি কারখানার বয়লার থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...