Friday, January 9, 2026

Jyotsna Mandi : বাঁকুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আদিবাসী সমাজের

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের জেরে এবার বাঁকুড়ায় বিক্ষোভ আদিবাসী সমাজের (Tribal Community)। খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির (Jyotsna Mandi) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আদিবাসীরা। কারামন্ত্রীর (Minister of State in the Ministry of Correctional Administration of West Bengal) গ্রেফতারির দাবি তুলে খাদ্য প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করলেন আদিবাসীরা। এই প্রসঙ্গে জোৎস্না মান্ডি (Jyotsna Mandi) জানিয়েছেন তিনি এবং তৃণমূল কংগ্রেস (TMC) কোনভাবেই অখিল গিরির মন্তব্যকে সমর্থন করে না। আদিবাসীরা ইতিমধ্যেই খাতরা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে রবিবার অখিল গিরির বিরুদ্ধে দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে (North Avenue Police Station) অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। প্রসঙ্গত শনিবার সারাদিন অখিল গিরির মন্তব্যের জেরে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়ে রাজনৈতিক ময়দান গরম করতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব স্পষ্টভাবে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে, দল কোনওভাবেই কারামন্ত্রী অখিল গিরির কোন মন্তব্যকে সমর্থন করে না। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইটারে স্পষ্টভাবে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে অখিল গিরির করা মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে দল। নারী ক্ষমতায়নের যুগে এই ধরনের শব্দের ব্যবহার কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। ঘটনার পরেই অখিল গিরি নিজে তাঁর করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরেও বিতর্ক থামছে না । আজ রবিবারও জেলায় জেলায় এই ইস্যুকে হাতিয়ার করেই রাস্তায় নেমে গন্ডগোল বাধানোর চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন রাজনৈতিক মহলের একাংশ।

spot_img

Related articles

আজ মতুয়াগড়ে অভিষেক, রানাঘাটের রণসংকল্প সভার পর পুজো দেবেন ঠাকুরবাড়িতে 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার...

খুনের হুমকি পেলেন রাজ্যপাল বোস! বাড়ল লোকভবনের নিরাপত্তা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose)খুনের হুমকি! বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের মেল আইডিতে একটি মেসেজ আসে...

গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত ২ নম্বর স্নান ঘাটের একাধিক ছাউনি!

ভোররাতে গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire breaks out in Gangasagar Mela complex)। একের পর এক প্লাস্টিকের অস্থায়ী ছাউনি...

আইপ্যাকে ED অভিযানের প্রতিবাদ করায় রাজধানীতে তৃণমূল সাংসদদের আটক দিল্লি পুলিশের 

তৃণমূলের নথি চুরি করতে কলকাতায় আইপ্যাকের (IPAC) অফিসে অভিযান চালিয়েছিল ইডি, প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরের ধর্না...