গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিক পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই এই মামলায় তৎপর হয়ে উঠেছে ইডি। আজ, সোমবার অনুব্রত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ব্যবসায়ী, সঞ্জীব মজুমদারকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। এর আগে রতনকুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি কর্তারা।
আরও পড়ুন:দিল্লি হাইকোর্টে অনুব্রতর মামলা ১ ডিসেম্বর, একইদিনে সুকন্যাকে তলব ইডির

বীরভূমের এক চালকলের মালিক সঞ্জীব মজুমদার। ইডি সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডি তাঁর সঙ্গে কথা বলতে চায় । অনুব্রত মণ্ডলকে বেশ কিছু টাকা তাঁর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এই সঞ্জীব। তা নিয়েই তদন্তকারীরা কথা বলতে চান বলে খবর।
সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল আপাতত আসানসোল জেলে রয়েছেন। এদিকে অডিও গ্রেফতার করেছে তাঁকে। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। সেইমতো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করেছে ইডি। পাল্টা সেই আদালতেরই দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডলও। মক্কেলের শারীরিক অসুস্থতার কথা বলে আদালতে গিয়েছেন তাঁর আইনজীবী। গত শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি।আগামী ১ ডিসেম্বর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
