Wednesday, November 5, 2025

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি, জিততেই হবে মুলারদের

Date:

Share post:

আজ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি। প্রতিপক্ষ কোস্টারিকা। কাতার বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে জয় চাই টমাস মুলারদের। হারলে বা ড্র করলেই বিদায় নিশ্চিত। প্রসঙ্গত, চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি!

২ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের ‘লাস্ট বয়’ জার্মানরা। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। গ্রুপের বাকি দু’টি দল জাপান ও কোস্টারিকার পয়েন্ট তিন। তবে গোল পার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে জাপান। ফলে জার্মানদের শুধু জিতলেই চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। কারণ বৃহস্পতিবার স্পেন ও জাপানের ম্যাচ যদি ড্র হয়, তাহলে পাঁচ পয়েন্ট নিয়ে নকআউটে উঠে যাবে স্প্যানিশরা। কিন্তু জার্মানি ও জাপানের পয়েন্ট হবে সমান (চার)। গোল পার্থক্যে এই মুহূর্তে সামান্য এগিয়ে রয়েছে জাপানিরা। তবে স্পেন জাপানকে হারিয়ে দিলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবেন জার্মানরা। তবে শর্ত একটাই, কোস্টারিকাকে হারাতেই হবে। কিন্তু জাপান যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নিজেদের ম্যাচ জিতলেও জার্মানি ছিটকে যাবে। কারণ তখন স্পেন ও জার্মানির পয়েন্ট সমান হলেও, গোল পার্থক্যে অনেকটাই পিছিয়ে রয়েছেন জার্মানরা। মুলার অবশ্য এতসব জটিল অঙ্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। জার্মান তারকা সাফ জানাচ্ছেন, ‘‘কোস্টারিকার বিরুদ্ধে যে কোনও মূল্যে তিন পয়েন্ট চাই। আমাদের কাজ হল মাঠে নেমে ম্যাচটা জেতা। তারপর অঙ্ক নিয়ে মাথা ঘামাব।’’ জার্মান সমর্থকরাও সেটাই ভাবছেন। জার্মানি শেষ ষোলোয় নেই, এটা ভাবাও বেশ কঠিন।


 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...