Tuesday, August 26, 2025

আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সতর্ক রাজ্য, বিশেষ কন্ট্রোল রুম খোলার ঘোষণা মুখ্যসচিবের

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সতর্ক রাজ্য। মহকুমা ও ব্লক স্তরে চালু করা হবে বিশেষ কন্ট্রোল রুম (Control Room)। শুক্রবার, নবান্নে (Nabanna) আবাস যোজনা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Diwedi)। প্রশাসনিক সূত্রে খবর, বাড়ি বণ্টনে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বৈঠকে সব বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

আবাস যোজনার তালিকায় থাকা প্রাপকদের তালিকা কন্ট্রোল রুমে পুনরায় যাচাই করা হবে। একই সঙ্গে, প্রত্যেক বিডিও, এসডিও অফিসে অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে বলে মুখ্যসচিব নির্দেশ দেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ও আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েত স্তরে পরিদর্শক দল গঠন করতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন। পঞ্চায়েতের পাশাপাশি আশা কর্মী ও ICDS-এর কর্মীরাও ওই দলে থাকবেন। আবাস যোজনার প্রস্তাবিত সুবিধা প্রাপকেরা আদৌ ওই প্রকল্পের অধীনে বাড়ি পাওয়ার যোগ্য কি না তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তা যাচাই করবেন। পাশাপাশি, তালিকায় থাকা উপভোক্তারা সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা তার উপর নজর রাখবেন থানার ওসি বা আইসিরা। জেলাশাসকেরা এই গোটা প্রক্রিয়ার ওপর নজরদারি চালাবেন।

গ্রামীণ আবাস যোজনার তালিকা পুঙ্খানুপঙ্খ ভাবে খতিয়ে দেখার কাজ এক সপ্তাহের মধ্যে শেষ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সড়ক যোজনা খাতে রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে টাকা পেয়েছে কিন্তু টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রকল্প রূপায়ণের সময়সীমা এবং স্বচ্ছতা সম্পর্কে একাধিক শর্ত আরোপ করা হয়েছে।

 

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...