Wednesday, August 27, 2025

মৃ*ত্যুতেও সম্প্রীতির বার্তা! অভিনব উদ্যোগ হায়দরাবাদে

Date:

Share post:

কবিগুরু বলেছিলেন, “নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান।” অর্থাৎ ভারতবর্ষ জুড়ে বৈচিত্র্য আর তার মধ্যেও সম্প্রীতির বার্তা। ঠিক সেই ছবি ধরা পড়ল সৎকার স্থানে (Cremation Ground)। হিন্দু-মুসলমান-খ্রিস্টানদের জন্য বেছে নেওয়া হয়েছে একটিই সৎকার স্থান । অভিনব এই উদ্যোগ নিয়েছে হায়দরাবাদে মেট্রোপলিটান ডেভলপমেন্ট অথরিটি (Hyderabad Metropolitan Development Authority)। প্রায় সাড়ে ছয় একর জমি জুড়ে তৈরি হয়েছে সৎকারের স্থান (Cremation Ground)।

জীবদ্দশায় প্রত্যেকের পৃথক ধর্মবিশ্বাস থাকলেও ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ তার নাগরিকদের স্বাধীনভাবে নিজেদের ধর্ম নিয়ে থাকতে পারেন। তাহলেই মৃত্যুতেই বা বিভেদ কিসের? মৃ*ত্যুর পর অবিনশ্বর আত্মাও মিলতে পারে একই গন্তব্যে। এই ভাবনা থেকেই চিরাচরিত ছক ভাঙার উদ্যোগ নিল হায়দরাবাদ। প্রত্যেক ধর্মের মানুষদের জন্য রয়েছে আলাদা আলাদা জায়গা। কিন্তু শেষকৃত্য প্রক্রিয়াটি সম্পন্ন হবে একই প্রাঙ্গণের মধ্যে। সূত্রের খবর, যে জায়গায় সৎকার স্থান নির্মিত হয়েছে একসময় সেটি ছিল জঞ্জাল স্তুপ। নির্মাণ কাজের অব্যবহৃত সামগ্রী সেখানে ফেলে রাখা হত। সেই স্তুপ সরিয়েই জায়গাটিকে নতুন ভাবে গড়ে তোলা হয়েছে। প্রত্যেক ধর্মের সৎকারের জন্য পৃথক পৃথক অফিস গড়ে তোলা হয়েছে। রয়েছে প্রার্থনার জায়গাও। হিন্দুদের শ্মশান স্থানের নাম দেওয়া হয়েছে ‘মুক্তি-ঘাট’। আড়াই একর জায়গা জুড়ে তৈরি এই শ্মশান। রয়েছে দুটি বৈদ্যুতিক চুল্লি (Electric furnace)। পাশাপাশি দাহ পরবর্তী সময়ে পারলৌকিক ক্রিয়া সম্পন্নের জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। এর পাশেই রয়েছে মুসলমান ও খ্রিস্টানদের জন্য কবরস্থান। প্রত্যেক ক্ষেত্রে বরাদ্দ হয়েছে দুই একর জায়গা। মৃ*ত্যুতেও যে সম্প্রীতির বার্তা বহন করা যায় তা যেন মনে করিয়ে দিতেই ছক ভাঙার এই উদ্যোগ।

 

spot_img

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...