Wednesday, December 3, 2025

শিয়ালদহ দুর্ঘটনায় কড়া পদক্ষেপ রেলের, বরখাস্ত অভিযুক্ত চালক

Date:

Share post:

শিয়ালদহ(Sealdha) ট্রেন দুর্ঘটনায়(Train Accedent) অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল রেল(Rail)। তদন্তে চালকের গাফিলতির বিষয়টি প্রকাশ্যে আসার পর চাকরি থেকে বরখাস্ত করা হল মোটর ম্যান অভিজিৎ কুমার প্রভাকরকে(Abhijit Kumar Pravakar)। চাকরি থেকে বরখাস্ত হওয়ায় পেনশন সহ অন্যান্য অবসরকালীন সুবিধা অভিজিৎ পাবেননা বলে রেলের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে তার জন্য রেল চালকদের মোবাইল ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর শিয়ালদহ স্টেশনে দুটি লোকাল ট্রেনের মুখোমুখি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি ট্রেন ছিল শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া আপ রানাঘাট লোকাল। অন্যদিকে দ্বিতীয় ট্রেনটি স্টেশন থেকে যাচ্ছিল কারশেডের দিকে। প্রাথমিক তদন্তে জানা যায়, কারশেডগামী ট্রেনের চালক সিগন্যাল না মানায় ঘটে এই দুর্ঘটনা। তদন্তে জানা যায়, বাড়ি যাওয়ার তাড়াহুড়োর কারণে এই, ভুল করেন চালক। কারণ ট্রেনটি কারশেডে পৌঁছে দেওয়ার পর চালকের সেদিনের মতো ছুটি হয়ে যেত। তদন্তে চালকের দোষ প্রমাণ হওয়ার পরই কঠোর পদক্ষেপ নেয় রেল। চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই চালককে।

পাশাপাশি এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হল রেলের তরফে। জানানো হয়েছে, লোকাল ট্রেনের মোটরম্যান বা চালক এবং সহকারী মোটরম্যানরা ট্রেন চালানোর সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না। সাম্প্রতিক সময়ে একাধিক অনিয়মের অভিযোগ এসেছে। দেখা গিয়েছে ট্রেন চালানোর সময় মোবাইল ব্যবহার করছেন চালক বা সহকারী চালকরা। এর পাশাপাশি চালক, সহকারী চালকদের সাইকোলজিক্যাল টেস্টের উপরেও জোর দেওয়া হয়েছে।

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...