Monday, May 5, 2025

এবারও কাঠগড়ায় প্রভাবশালী তকমা, অনুব্রতর ফের জেল হেফাজত

Date:

Share post:

ফের জামিনের আবেদন নাকচ।এবারও কাঠগড়ায় সেই প্রভাবশালী তকমা। গরুপাচার কাণ্ডে যাঁদের জামিন হয়েছে, অনুব্রত তাঁদের চেয়ে অনেক বেশি প্রভাবশালী, এই যুক্তিতে অনুব্রতর জামিনের আর্জিতে শুক্রবারও নাকচ করে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এদিন শুনানির শেষে উভয়পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। পরে আসানসোলে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালীন ইডি-ও গ্রেফতার করে তাঁকে। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে ছিল অনুব্রতর জামিন মামলার শুনানি।

এদিনের শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল। আদালতে তিনি বলেন, সুপ্রিম কোর্টে এনামুল হক জামিন পেয়েছেন। সতীশ কুমার জামিন পেয়েছেন। তিনিও এই মামলার অন্যতম অভিযুক্ত। গত ৬ অক্টোবর চার্জিশিটও পেশ করা হয়েছে আদালতে। গত চারমাস ধরে জেলে বন্দি অনুব্রত। তা ছাড়া, ইডির করা এফআইএর-ও অন্য আদালতে বিচারাধীন। শুধুমাত্র, প্রভাবশালী তকমার কারণে জেলে আটকে রাখা হচ্ছে অনুব্রতকে।

যদিও এরপরও বিচারপতি বাগচি মন্তব্য করেন, যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের থেকে মামলাকারী (অনুব্রত) অনেক বেশি প্রভাবশালী। এই মামলায় শুধু সাক্ষীরাই নন, একজন বিচারকও হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। সিবিআই জানিয়েছে, মনোজ সানা এই মামলার অন্যতম সাক্ষী, অথচ তিনি নিরুদ্দেশ। তদন্তের এই সময়ে সাক্ষীদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। এইসময় বিচারক নিজেই হুমকি পেলে সেটা আদালত কী ভাবে তুচ্ছ করে দেখবে? এরপরে অনুব্রতের আইনজীবী পাল্টা দাবি করেন, এগুলো কেস ডায়রিতে উল্লেখ করা হলেও তা এখনও প্রমাণিত হয়নি। এছাড়াও, সিব্বলের বক্তব্য, গরু পাচার মামলায় অনুব্রত মূলচক্রী নন। মূলচক্রী এনামুল হক। এখনও পর্যন্ত কোনও কিছুই পাওয়া যায়নি অনুব্রতের বিরুদ্ধে।

যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ ফের অনুব্রতকে জেল হেফাজতেই পাঠান।

 

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...